জনির জোড়া গোলে জিতল মোহনবাগান

Must read

প্রতিবেদন : মরশুমের প্রথম প্রস্তুতি ম্যাচে পিছিয়ে থেকেও মহামেডান স্পোর্টিংকে হারিয়ে দিল মোহনবাগান (Mohun Bagan vs Mohammedan)। নৈহাটি স্টেডিয়ামে জনি কাউকোর জোড়া গোলে মিনি ডার্বি জিতল সবুজ-মেরুন ব্রিগেড। খেলার ফল ২-১। সেই সঙ্গে এক ম্যাচের নৈহাটি গোল্ড কাপ জিতল জুয়ান ফেরান্দোর দল। মরশুমের প্রথম ফ্রেন্ডলি ম্যাচে দু’দলই নিজেদের শক্তি, দুর্বলতা পরখ করে নিতে চেয়েছিল। সেই লক্ষ্যে অনেকটাই সফল ময়দানের দুই বড় ক্লাব। তবে আইএসএলের দল মোহনবাগানকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় মহামেডান।

আরও পড়ুন: ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত, স্মৃতির ব্যাটে দ্রুততম হাফ সেঞ্চুরি

প্রথমার্ধটা যদি হয় মহামেডানের, দ্বিতীয়ার্ধ মোহনবাগানের (Mohun Bagan vs Mohammedan)। শুরু থেকে ফ্লোরেন্তিন পোগবা, প্রীতম কোটালদের নিয়ে গড়া শক্তিশালী বাগান ডিফেন্সকে চাপে রেখেছিলেন শেখ ফৈয়াজ, কেন লুইস, রাহুল পাসোয়ানদের নিয়ে গড়া মহামেডানের ফরোয়ার্ড লাইন। কিয়ান নাসিরি, মনবীর সিংরা সাদা-কালো রক্ষণকে সমস্যায় ফেলতে পারেননি। বিরতির আগেই পেনাল্টি থেকে করা অভিষেক হালদারের গোলে এগিয়ে যায় মহামেডান। কিন্তু দ্বিতীয়ার্ধে জনি কাউকো, কার্ল ম্যাকহিউ নামতেই চেহারা বদলে যায় মোহনবাগানের। পেনাল্টি থেকেই গোল শোধ করেন কাউকো। এর পর সবুজ-মেরুনের জয়সূচক গোলটিও তাঁর। তবে দু’দলেরই খেলায় অনেক খামতি। বিদেশি স্ট্রাইকার বা নাম্বার নাইনের অভাব দেখা গেল জুয়ানের দলে। যদিও বাগানের স্প্যানিশ কোচ বলছেন, দল গোলের সুযোগ তৈরি করেছে। এটা টিম গেমের জন্যই সম্ভব হয়েছে।

Latest article