কলম্বো: তিনি বলছেন ১৭০-৮০ রানে আটকে দেওয়া যেত বাংলাদেশকে। কিন্তু তারা ৮/২৬৫ রান তুলে ফেলল। রবি শাস্ত্রী (Ravi Shastri) এর অনেকগুলি কারণ দেখছেন। যেমন রোহিত শর্মারা ফাইনালে উঠে যাওয়ায় হয়তো একটু হালকা দিয়েছেন। বিপক্ষের তিন উইকেট ২৯ রানের মধ্যে ফেলে দেওয়ার পর মনোবলে এই হালকা ভাবটা এসেছিল। শাস্ত্রী আরও বড় কারণ হিসাবে বললেন, কুলদীপ যাদবের না থাকা। যিনি আগের দুই ম্যাচ মিলিয়ে ৯টি উইকেট নিয়েছেন। বিরতির সময় শাস্ত্রী বলছিলেন, বাংলাদেশের ৪ উইকেট পড়ে যাওয়ার পর কুলদীপ থাকলে এই চাপ থেকেই যেত। তাহলে তাদের এত রান করা সম্ভব হত না। বাংলাদেশ এই সুবিধাটাই নিয়েছে। এদিনের ম্যাচে শার্দূল যেভাবে বল করেছেন, তার প্রশংসা করেন শাস্ত্রী (Ravi Shastri)। শাকিবের ব্যাটিংয়েরও তারিফ করেন তিনি।
আরও পড়ুন- মহিলা উদ্যোগপতির নিরিখে ভারতে দ্বিতীয় স্থানে বাংলা