শুধুই করোনা নয়, বাকি রোগের চিকিৎসা করা হবে ফের এম আর বাঙ্গুরে। আগামী ৩ জানুয়ারি থেকে ফের করোনা বাদে বাকি রোগের চিকিৎসা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। রাজ্যে করোনার গ্রাফ নিম্নমুখী, তাই বাকি রোগের রোগীদের চিকিৎসা পরিষেবা ঠিকঠাক দিতে এই সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের।
আরও পড়ুন-বেলাগাম বাইক রুখতে
রাজ্যে আপাতত করোনা রোগীর আক্রান্তের গ্রাফ নিম্নমুখী। করোনার অতিমারির ধাক্কায় রাজ্যের একাধিক হাসপাতালকে কোভিড ইউনিট হিসেবে ব্যবহার করে চিকিৎসা চলছিল। তাতে অন্যান্য মারণ রোগে আক্রান্ত ব্যক্তিরা, চিকিৎসা ঠিকমতো পাচ্ছিলেন না। এমনকী বিভিন্ন নিত্য রোগীদের হয়রান হতে হচ্ছিল। সেই মর্মেই এম আর বাঙ্গুরকে ফের সমস্ত রোগের চিকিৎসায় ফেরানো হয়েছে। তবে করোনা চিকিৎসাও চলবে এই সরকারি হাসপাতালে।