জাতীয় রোল প্লেতে বাণীভবনের পড়ুয়ারা

রোল প্লে প্রতিযোগিতার জন্য এনসিআরটি নির্দিষ্ট করে দিয়েছে পাঁচটি বিষয়। এই বিষয়েই বিভিন্ন রাজ্যের থেকে প্রতিযোগীরা অংশ নেবে।

Must read

অনীশ ঘোষ: এনসিআরটি আয়োজিত রোল প্লে প্রতিযোগিতায় রাজ্যে প্রথম স্থান পেয়ে সেরা হয়েছে অশোকনগরের বিদ্যাসাগর বাণীভবন স্কুলের ছাত্রছাত্রীরা। ফলে এবার রাজ্য স্তর পেরিয়ে দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে প্রতিযোগিতায় নামতে প্রস্তুত রাখতে তারা। দিল্লিতে ৫ থেকে ৯ ডিসেম্বর বসবে জাতীয় স্তরের প্রতিযোগিতার আসর। বর্তমান প্রযুক্তির যুগে ইন্টারনেটের ব্যবহারের পাশাপাশি মোবাইল-সহ বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহারের মধ্যে দিয়ে হঠাৎ নেমে আসা বিপদের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার পাশাপাশি বিজ্ঞানের ভাল দিককে তুলে ধরা আর খারাপ দিককে এড়িয়ে চলার বার্তা তুলে ধরাই হল রোল প্লে-র উদ্দেশ্য।

আরও পড়ুন-বড়জোড়া হাসপাতাল পরিদর্শনে সায়ন্তিকা

রোল প্লে প্রতিযোগিতার জন্য এনসিআরটি নির্দিষ্ট করে দিয়েছে পাঁচটি বিষয়। এই বিষয়েই বিভিন্ন রাজ্যের থেকে প্রতিযোগীরা অংশ নেবে। বিভিন্ন রাজ্য থেকে শুধুমাত্র প্রথম হওয়া ছাত্রছাত্রীরাই অংশ নেবে জাতীয় স্তরের প্রতিযোগিতায়। হিন্দি ও ইংরেজি ভাষায় তাদের নাটক তুলে ধরতে হবে বলেই স্কুলের তরফ থেকে জানা গিয়েছে। সেজন্য জোরকদমে চলছে মহড়া। বাণীভবন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা তাঁদের ছাত্রছাত্রীদের উৎসাহ তো দিচ্ছেনই, প্রধান শিক্ষক মনোজ ঘোষও অভিনয় করে প্রতিযোগীদের মনোবল বাড়াতে যোগ দিয়েছেন। তিনি শিক্ষারত্ন পুরস্কারও পেয়েছেন। এবার তাঁর ছাত্রছাত্রীরাও রাজ্যের মুখ উজ্জ্বল করবেন বলে আশাবাদী মনোজবাবু। ছেলেমেয়েদের জন্য গর্বিত অভিভাবকরাও রীতিমতো উদ্দীপিত।

Latest article