ব্যাঙ্ক সংযুক্তি বাড়বে ভোগান্তি

ইতিমধ্যে আর্থিক রিপোর্ট দেওয়ার নির্দেশ গিয়েছে ব্যাঙ্কগুলির কাছে। অর্থমন্ত্রকের টার্গেট ছিল, ২০২২ সালে তিনটি ব্যাঙ্ক বেসরকারীকরণ করতে হবে।

Must read

প্রতিবেদন : ফের সংযুক্তিকরণ। ভোগান্তি বাড়িয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংখ্যা কমাচ্ছে মোদি সরকার। প্রাথমিকভাবে, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। কিন্তু সেই পরিকল্পনা ব্যর্থ হতেই মোদি সরকার সংযুক্তিকরণের পথে এগোচ্ছে। কেবলমাত্র পাঁচটি বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অস্তিত্ব থাকবে আগামীতে, খবর এমনটাই। পরিকল্পনা শুরু হয়েছে গত বছর থেকেই।

আরও পড়ুন-অয়নের দুর্নীতি শুরু বাম আমলে

ইতিমধ্যে আর্থিক রিপোর্ট দেওয়ার নির্দেশ গিয়েছে ব্যাঙ্কগুলির কাছে। অর্থমন্ত্রকের টার্গেট ছিল, ২০২২ সালে তিনটি ব্যাঙ্ক বেসরকারীকরণ করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে, সেই প্ল্যান সফল হচ্ছে না। তাই আপাতত সেই পথে না হেঁটে ফের সংযুক্তিকরণের ছকেই ফিরছে কেন্দ্র। এই মুহূর্তে দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংখ্যা ১২টি। সেই সংখ্যাটি পাঁচে নামিয়ে আনার নেপথ্যে কেন্দ্রের যুক্তি, সব রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আকার, আয়তন ও আর্থিক শক্তি বাড়াতে হবে। তাই, ইতিহাসের পাতায় জায়গা নিতে হবে কিছু ব্যাঙ্ককে। ঠিক যেমন নিয়তি হয়েছে এলাহাবাদ ব্যাঙ্ক, দেনা ব্যাঙ্ক, কর্পোরেশন ব্যাঙ্ক, বিজয়া ব্যাঙ্ক, অন্ধ্র ব্যাঙ্কের। একইভাবে এবার শুরু হবে দ্বিতীয় সংযুক্তিকরণ প্রক্রিয়া।

Latest article