আজ, শনিবার সারা দেশে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। এর ফলে গ্রাহক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকছে। টাকা তোলা থেকে চেক ক্লিয়ারেন্স নিয়ে ভোগান্তি হবে সাধারণ মানুষের। গ্রাহকদের স্বার্থরক্ষার পাশাপাশি কর্মচারীদের ইউনিয়ন করার অধিকারে হস্তক্ষেপ, চুক্তি লঙ্ঘনের মতো একাধিক দাবিদাওয়া তুলে এই ধর্মঘটের ডাক দিয়েছে এআইবিইএ। রাষ্ট্রায়ত্ত ও গ্রামীণ ব্যাঙ্ক বেসরকারীকরণের বিরুদ্ধেও সরব হয়েছে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন।
আরও পড়ুন-তুই কে! ডিএম-কে দিলীপের কুকথা
স্কলারকে সাসপেন্ড
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে গন্ডগোলের ঘটনায় একজনকে স্কলারকে সাসপেন্ড করেছে কর্তৃপক্ষ। এই ঘটনায় টানাপোড়েন শুরু হয়েছে। তবে দলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষের প্রতিক্রিয়া, কেউ দোষ করলে শাস্তি হোক। দল হস্তক্ষেপ করবে না। কিন্তু এটাও দেখতে হবে বিনা দোষে কেউ যেন রাজনীতির বলি না হয়। গোটা বিষয়ে যথাযথ তদন্ত করে সবদিক বিচার করেই সিদ্ধান্ত নোওয়া হবে আশা করি।