কেন্দ্রের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনে ব্যাঙ্ক কর্মীরা

আগামী ১৯ জুলাই ব্যাঙ্ক জাতীয়করণের ৫৪ তম বার্ষিকী। এরই মধ্যে আরও দুটি সরকারি ব্যাঙ্ককে বেসরকারীকরণের উদ্যোগ নিয়েছে সরকার।

Must read

প্রতিবেদন : আগামী ১৯ জুলাই ব্যাঙ্ক জাতীয়করণের ৫৪ তম বার্ষিকী। এরই মধ্যে আরও দুটি সরকারি ব্যাঙ্ককে বেসরকারীকরণের উদ্যোগ নিয়েছে সরকার। মনে করা হচ্ছে এবার ১৯ জুলাই গত বাজেট অধিবেশনের ঘোষণা অনুযায়ী দুটি সরকারি ব্যাঙ্ককে বেসরকারীকরণের পথে কিছুটা এগোবে কেন্দ্রীয় সরকার। সেই উদ্দেশ্যে ১৯৬৯ সালের ব্যাঙ্ক জাতীয়করণ আইন এবং ১০৭০/৮০ এর ব্যাঙ্কিং কোম্পানি ইকুইজিশন অ্যান্ড ট্রান্সফার অফ প্রপার্টি আইন সংশোধনের প্রস্তাবও আনা হতে পারে।

আরও পড়ুন-অমরনাথ থেকে নিরাপদে ফিরে এলেন ৭৮ পুণ্যার্থী

কয়েকদিন আগেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির বেসরকারীকরণ করার কথা হবে বলে মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় অর্থসচিব। এর প্রতিবাদে এবার পথে নামছে দেশজুড়ে ব্যাঙ্ককর্মীদের বিভিন্ন সংগঠনগুলি। এ রাজ্যের অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন, অল ইন্ডিয়া ন্যাশনালাইজড ব্যাঙ্ক অফিসার্স ফেডারেশন সহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ইউনিয়নগুলো এই প্রতিবাদে শামিল হচ্ছে। তাদের অভিযোগ, করোনা পরিস্থিতিতে বেহাল অবস্থা দেশের অর্থনীতির। এই বেহাল অবস্থায় কেন্দ্রীয় সরকারের এই ধরনের জনবিরোধী মনোভাব দেশের অর্থনীতির পক্ষে চরম ক্ষতিকর।

আরও পড়ুন-বিরাট ও বুমরাকে ছাড়াই টি-২০ দল ঘোষণা বোর্ডের, ওয়েস্ট ইন্ডিজ সফর

বেসরকারি ব্যাঙ্কগুলির দেউলিয়া হয়ে যাওয়া আটকাতে এবং সাধারণ মানুষের অর্থ সুরক্ষিত রাখার জন্য ১৯৬৯ সালের ১৯ জুলাই ব্যাঙ্ক জাতীয়করণ করা হয়েছিল। তাই এই বিশেষ দিনটিকে মনে রেখে ব্যাঙ্ক বেসরকারীকরণের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে ১৯ জুলাই রাজ্য তথা দেশজুড়ে আন্দোলন গড়ে তোলার ডাক দিল অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের পশ্চিমবঙ্গ শাখা। গত কয়েকদিন ধরেই তারা রাস্তায় নেমে প্রচার পুস্তিকা বিলি, ট্যাবলো, খবরের কাগজের মধ্যে লিফলেট বিলি করছে।

Latest article