দেউলিয়া কেন্দ্র, তথ্য তুলে ধরে দেখালেন অমিত

আগের আর্থিক বছরে ঠিক ওই সময়ে ঘাটতির অঙ্কটা ছিল ৮ লক্ষ ৫০ হাজার কোটি। আশাভঙ্গ হয়েছে দেশে বেসরকারি ক্ষেত্রে বিনিয়োগেও।

Must read

প্রতিবেদন : বিজেপি জমানায় কেন্দ্রের ভ্রান্ত অর্থনীতি সর্বনাশ ডেকে এনেছে দেশের অর্থনৈতিক বিকাশে। বাস্তব থেকে অনেক দূরে দেশের অর্থনীতিকে ঘিরে আশা-আকাঙ্ক্ষা, কেন্দ্রের স্বপ্নের ফানুস এবং প্রাপ্তি। মঙ্গলবার কেন্দ্রীয় বাজেটের প্রাক্কালে আর্থিক সমীক্ষা রিপোর্টে এই ইঙ্গিতই স্পষ্ট।

আরও পড়ুন-শালবনি, দুর্গাপুরে রাজ্য গড়ে তুলবে ২০০ একরের বস্ত্রতালুক, লক্ষ্য ৩০ হাজার কর্মসংস্থান

রাজ্যের অর্থনৈতিক উপদেষ্টা প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র রীতিমতো তথ্য তুলে ধরে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কেন্দ্রের দেউলিয়াপনা। তাঁর যুক্তি, ২০২৩ আর্থিক বছরে জিডিপির প্রকৃত বৃদ্ধি হতে পারে মাত্র ৭ শতাংশ। অথচ ২০২২-২৩ এর বাজেটে বলা হয়েছিল, বৃদ্ধির অঙ্ক হবে ৯.২ শতাংশ। পূরণ হয়নি জাতীয় উৎপাদনের হারবৃদ্ধির আশা। ২০২২-এর ডিসেম্বরে দেশে বেকারত্বের হার বেড়ে হয়েছে ৮.৩ শতাংশ। আগের আর্থিক বছরে ছিল ৪.২ শতাংশ। এর নেতিবাচক প্রভাব পড়েছে মানুষের জীবনযাত্রায়। ২০২২-এর এপ্রিল থেকে নভেম্বর বাণিজ্যিক ঘাটতির অঙ্ক বেড়ে দাঁড়ায় ১৫ লক্ষ ৫০ হাজার কোটি টাকা। আগের আর্থিক বছরে ঠিক ওই সময়ে ঘাটতির অঙ্কটা ছিল ৮ লক্ষ ৫০ হাজার কোটি। আশাভঙ্গ হয়েছে দেশে বেসরকারি ক্ষেত্রে বিনিয়োগেও।

Latest article