প্রতিবেদন : দেশে নিষিদ্ধ মাদক (Banned Drug) চোরাচালানের স্বর্গরাজ্য হয়ে উঠেছে মোদি-শাহের রাজ্য (Gujarat)। এক্ষেত্রে যথারীতি চোখ বুজে থাকে কেন্দ্রীয় এজেন্সিগুলি। বিজেপি শাসিত এই রাজ্যের বন্দর থেকে চোরাপথে মাদক পাচার এখন নিত্যদিনের ঘটনা। ফের গুজরাট থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদক। দেখে চক্ষু ছানাবড়া খোদ পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে গত কয়েকমাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার অভিযান চালিয়ে অঙ্কলেশ্বর থেকে মুম্বই পুলিশ হাজার কোটি টাকার বেশি মাদক উদ্ধার করে। মুম্বই পুলিশের মাদক-বিরোধী সেলের তরফে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে নিষিদ্ধ মেফেড্রোন উৎপাদনকারী একটি ঠিকানায় হানা দেওয়া হয়। সেখান থেকে বাজেয়াপ্ত করা হয় ৫১৩ কিলোগ্রাম নিষিদ্ধ মাদক। গ্রেফতার করা হয় বেআইনি মাদক কারখানার মালিককেও। এই ঘটনায় কোনও রাজনৈতিক শক্তি মদত দিচ্ছে কিনা তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। গত বছর থেকে দু’দফায় গুজরাটের মুন্দ্রায় আদানি গোষ্ঠীর পরিচালিত বন্দর থেকে ২৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের মাদক (Banned Drug) উদ্ধার করেছিল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বাহিনী। নুনের আমদানির আড়ালে এই মাদক আনা হয়েছিল। ফের একই ঘটনা ঘটল অঙ্কলেশ্বরেও।
আরও পড়ুন: বিরিয়ানি দিয়ে বিজেপিতে ভিড়