ইস্তফা গুলাম নবির

Must read

জম্মু কাশ্মীরে ভোট প্রচার কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছিল গুলাম নবি আজাদকে (Ghulam Nabi Azad)। তবে দায়িত্ব দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তা প্রত্যাখ্যান করলেন তিনি। সেই সঙ্গে জম্মু কাশ্মীরের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি থেকেও সরে দাঁড়িয়েছেন নবি। জানা গিয়েছে, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে তাঁকে নিয়োগ করায় অসম্মানিত বোধ করে সরে গিয়েছেন এই প্রবীণ নেতা। সম্প্রতি কংগ্রেসের বিক্ষুব্ধ হিসেবেই পরিচিত হয়ে উঠেছেন নবি। দীর্ঘদিন ধরেই কংগ্রেসের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটিতে রয়েছেন গুলাম নবি (Ghulam Nabi Azad)। তাঁকে নতুন করে শুধুমাত্র জম্মু-কাশ্মীরের ভোট প্রচারের দায়িত্ব দেওয়ার ফলে তাঁর কাজের পরিধি যে কমানো হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। শুধু ভোট প্রচার কমিটির প্রধান পদ দেওয়ায় রীতিমতো ক্ষুব্ধ তিনি।

আরও পড়ুন: ফের উদ্ধার হাজার কোটি টাকার মাদক, মাদকের স্বর্গরাজ্য গুজরাট

Latest article