ব্যর্থতা মেনে নিতে পারতেন না শাস্ত্রী, ফাঁস করলেন কার্তিক

Must read

নয়াদিল্লি: জাতীয় দলের কোচ হিসেবে রবি শাস্ত্রী দুর্দান্ত সফল। তাঁর কোচিংয়ে কোনও আইসিসি ট্রফি জিততে না পারলেও, টানা দু’বার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল ভারত। আইসিসি টেস্ট র্যা ঙ্কিংয়ের শীর্ষেও উঠেছিল। কিন্তু শাস্ত্রীর ধৈর্য ছিল খুব কম। বিশেষ করে, ব্যর্থতা একেবারেই মেনে নিতে পারতেন না। ক্রিকেটাররা প্রত্যাশা মাফিক পারফরম্যান্স করতে না পারলে মেজাজ হারাতেন। টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ প্রসঙ্গে এমনই সব অজানা তথ্য ফাঁস করলেন দীনেশ কার্তিক Ravi Shastri- Dinesh Karthik)।

আরও পড়ুন: দ্রুত চুক্তি হওয়ায় খুশি মুখ্যমন্ত্রী

এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে কার্তিক (Ravi Shastri- Dinesh Karthik) বলেন, ‘‘শাস্ত্রীর ধৈর্য খুব কম। কোনও ক্রিকেটার ধীর গতিতে ব্যাট করলেও উনি বিরক্ত হতেন। এমনকী, কেউ যদি নেটে বা ম্যাচে পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারত, তাহলেও রেগে যেতেন। কোচ শাস্ত্রী সব সময় চাইতেন, টিমের প্রতিটি ক্রিকেটার ভাল খেলবে। ব্যর্থতা একেবারেই সহ্য করতে পারতেন না।’’ তবে সমালোচনা নয়, এগুলো শাস্ত্রীর ইতিবাচক দিক বলেই জানাচ্ছেন কার্তিক। তাঁর বক্তব্য, ‘‘উনি খুব প্রতিভাবান ছিলেন না। কিন্তু পরিশ্রমের জোরে সাফল্য পেয়েছেন। ওঁর কাছে যা প্রত্যাশা ছিল, ভারতীয় ক্রিকেটকে তার থেকে অনেক বেশি সাফল্য দিয়েছেন। দলের ক্রিকেটাররা যে কোনও সময় ওঁর সঙ্গে কোনও সমস্যা নিয়ে কথা বলতে পারত। গোটা দলের মানসিকতাই বদলে দিয়েছিলেন উনি। প্রত্যেক ক্রিকেটার প্রতিটি ম্যাচ জেতার জন্য মাঠে নামত। কেউ হার মেনে নিতে পারত না।’’

Latest article