চাকরি দিতে বিজেপিকর্মীর প্রতারণা

Must read

সংবাদদাতা, সোনারপুর : দক্ষিণ শহরতলির সোনারপুরের বৈকুন্ঠপুরের ইন্দ্রধ্বনি আবাসনের বাসিন্দা এক যুবককে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার করল পুলিশ। ধৃত অর্ণব মুখোপাধ্যায়কে (Arnab Mukherjee) বুধবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ধৃত অর্ণব (Arnab Mukherjee) এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। তাঁর বাবা উত্তম মুখোপাধ্যায় ২০১৫ সালে সোনারপুর পুরসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন। তিনি পেশায় একজন হোমিওপ্যাথি চিকিৎসক। বাবা ও ছেলে মিলে দীর্ঘদিন ধরে চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্র চালাচ্ছিল বলে অভিযোগ। সম্প্রতি এক মহিলা সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগ করেন, তাঁর থেকে সরকারি চাকরি দেওয়ার নামে দশ লক্ষ টাকা নেওয়া হয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমে মঙ্গলবার বিকেলে বাবা ও ছেলেকে আটক করে। পরে দীর্ঘক্ষণ জেরার পর ছেলেকে গ্রেফতার করে। পুলিশ মুখোপাধ্যায় বাড়ি থেকে প্রচুর নগদ টাকা, নকল অ্যাডমিট কার্ড, মার্কশিট, নিয়োগপত্র উদ্ধার করেছে। উদ্ধার হয়েছে নকল পরিচয়পত্রও। সবমিলিয়ে এই প্রতারণা চক্রের শিকড় অনেক গভীরে বলে পুলিশের অনুমান। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই ঘটনায় দ্রুত তদন্ত করে বাকিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন: ফের উদ্ধার হাজার কোটি টাকার মাদক, মাদকের স্বর্গরাজ্য গুজরাট

Latest article