ইস্টবেঙ্গল সংগ্রহশালায় মুগ্ধ মুখ্যমন্ত্রী

‘এমন সংগ্রহশালা গড়ুক সিএবি-ও’

Must read

প্রতিবেদন : ইস্টবেঙ্গল ক্লাবে ভারতের প্রথম ফুটবল সংগ্রহশালা দেখে মুগ্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (East Bengal- CM Mamata Banerjee)। হলুদ পাড়ের শাড়ি পড়ে ইস্টবেঙ্গল তাঁবুতে এসে প্রথমে লনে পতাকা উত্তোলন করেন। তার পর ফিতে কেটে সংগ্রহশালার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এর পর অনুষ্ঠান মঞ্চে আসার পথে অ্যালিভেটো ডি’কুনহা, রহিম নবি, মেহতাব হোসেনদের অনুরোধে ফুটবলে শট নিয়ে বল জালেও জড়ালেন। তবে মুখ্যমন্ত্রীর চোখ টেনেছে লাল-হলুদের ফুটবল জাদুঘর।

সংগ্রহশালায় ক্লাবের একশো বছরের ইতিহাস তুলে ধরা হয়েছে। আসিয়ান জয়ের স্মারক, পঞ্চপাণ্ডবের মূর্তি, কৃশানু দে-র শেষ ম্যাচে খেলা বুট, ১৯৭৫-এর শিল্ড জয়ী দলের জার্সি-সহ অজস্র দুষ্প্রাপ্য ছবি, স্মারক রয়েছে সংগ্রহশালায়। একশো বছরে দলের সব কোচ, অধিনায়কদের ছবিও আলাদা ক্যাবিনেটে শোভা পাচ্ছে। মুখ্যমন্ত্রীকে সংগ্রহশালা ঘুরিয়ে দেখালেন ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার।

আরও পড়ুন: দ্রুত চুক্তি হওয়ায় খুশি মুখ্যমন্ত্রী

সংগ্রহশালা দেখে আপ্লুত মুখ্যমন্ত্রী (East Bengal- CM Mamata Banerjee) পরে অনুষ্ঠান মঞ্চে উঠে বলেন, ‘‘ইস্টবেঙ্গলের ফুটবল সংগ্রহশালা ঘুরে দেখলাম। আমি মনে করি, বিশ্বের অন্যতম সেরা ফুটবল সংগ্রহশালা এটি। এমন সংগ্রহশালা সিএবি এবং অন্যান্য ক্লাবগুলিও তৈরি করুক।’’ তিনি আরও বলেন, ‘‘ইস্টবেঙ্গল ক্লাব ভবিষ্যৎ প্রজন্মের জন্য এত সুন্দর একটি সংগ্রহশালা তৈরি করে দিয়েছে। খুব ভাল উদ্যোগ।’’ শুনেছেন ইস্টবেঙ্গলে এবার লাইব্রেরি তৈরি হচ্ছে। তার জন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের বরাদ্দ ৫৭ লক্ষ টাকা। এর বাইরে মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করলেন, আরও ৫০ লক্ষ টাকা ইস্টবেঙ্গল ক্লাবকে দেওয়া হবে পরিকাঠামো উন্নয়নের জন্য। এ-ছাড়াও লাল-হলুদের অনুষ্ঠান মঞ্চ থেকে মহামেডান ক্লাবের জন্যও ৫০ লক্ষ টাকা অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর। অতিথির আসনে বসা মহামেডান কর্তারাও তখন উচ্ছ্বসিত।

Latest article