২০১৫ সালে প্রথমবার ভোটে দাড়িয়েই বাজিমাত করেছিলেন যাদবপুর বিধানসভার অন্তর্গত ১০১ নম্বর ওয়ার্ডে তরুণ প্রার্থী বাপ্পাদিত্য দাশগুপ্ত। কলকাতা পুরসভার বঞ্চিত, পিছিয়ে পড়া একটি ওয়ার্ডকে মাত্র পাঁচ বছরে ভোল বদলে দেওয়ার পুরস্কার পেলেন বাপ্পাদিত্য। ইএম বাইপাস সংলগ্ন ১০১ নম্বর ওয়ার্ড এখন মিনি কলকাতা।
আরও পড়ুন-রাজ্য পুলিশের ডিজি হিসেবে মনোজ মালব্যর নামে সিলমোহর দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
চকচকে আলোর, ঝকঝকে রাস্তা, জল, নিকাশি, সবমিলিয়ে ১০১ নম্বর ওয়ার্ড এখন মডেল ওয়ার্ডের রূপ নিয়েছে। খুব স্বাভাবিকভাবে ১০১ নম্বর ওয়ার্ডের ইতিহাসে রেকর্ড মার্জিনে মানুষের আশীর্বাদ নিয়ে ফের একবার জিতে এসেছেন বাপ্পাদিত্য।
এবার তাকে কলকাতা পুরসভার মুখ্য সচেতকের পদ দেওয়া হল। মেয়র ফিরহাদ হাকিম নিজে একথা ঘোষণা করেন। ঐতিহ্যবাহী কলকাতা পুরসভায় এমন মর্যাদার পদ পাওয়ার পর খুব গর্বিত বাপ্পাদিত্য দাশগুপ্ত। এমন দায়িত্ব দেওয়ার জন্য সর্বাগ্রে তিনি দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। একইসঙ্গে দলীয় নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন।
আরও পড়ুন-দিদির স্বপ্নকে বাস্তবায়িত করাই একমাত্র লক্ষ্য নতুন চার মেয়র পারিষদের
পুরসভার মুখ্য সচেতক হওয়ার পর বাপ্পাদিত্য বলেন, “১০১ এ দ্বিতীয়বারের পথ চলা শুরু ,আপনাদের সকলের আশীর্বাদ ও অনুপ্রেরণা নিয়ে। আর এবারেও আমি চাই শুধু আমার কাজই কথা বলুক। আর ভরসা ও আস্থা রেখে ঐতিহ্যমন্ডিত কলকাতা পুরসভার মুখ্য সচেতকের মত গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা ও প্রণাম জানাই। তাঁর আস্থার পূর্ণ মর্যাদা রাখার চেষ্টা করব।”