নীলাঞ্জন ভট্টাচার্য : বাপ্পি লাহিড়ী (Bappi Lahiri), ‘দ্যা ডিস্কো কিং’। এ নামেই তাঁকে চেনে আসমুদ্রহিমাচল। সুরকারের পরিচয় ছেড়ে হয়েছিলেন গায়ক। সেখানেই হিট। এমনই জাদু। সুর, তাল, লয়, ছিল তাঁর জগৎ। জনপ্রিয়তায় সংগীত জগতের অনেক হেভিওয়েটই তাঁর ধারেকাছে আসে না। এই আকাশচুম্বী জনপ্রিয়তাই বাপ্পিদাকে টেনে এনেছিল ক্যামেরার সামনে। না, সিনেমায় নয়, অ্যাড ফিল্মে। কম্পোজার বা গায়ক নয়, মডেল বাপ্পি লাহিড়ী। অনেকেরই হয়তো জানা নেই বাংলা-সহ বেশ কিছু বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন অপরেশ লাহিড়ীর ছেলে। সেই স্মৃতিচারণই করছিলেন কলকাতার বিজ্ঞাপন জগতের পরিচিত মুখ অলোক দত্ত। তাঁর পরিচালনায় খান তিনেক বিজ্ঞাপনের ছবি করেছেন বাপ্পিদা (Bappi Lahiri)।
আরও পড়ুন – ধৃত ইমরানের ছেলে
অলোক বলছিলেন প্রথম কাজের কথা। নতুন প্রোডাক্টের কাজ। হন্যে হয়ে মডেলের খোঁজ চলছে। প্রোডাক্টের জন্য দরকার ছিল একজন বাঙালি, যাঁর এশিয়াতেও একটা পরিচিতি রয়েছে। বাপ্পিদার কথা মনে পড়ল। যোগাযোগ করলাম। তিনি রাজি। ব্যস, মডেল হয়ে গেলেন বাপ্পিদা। মুম্বইয়ের যশরাজ স্টুডিয়োয় হয়েছিল সেই শুটিং। তারপর, দুজনের রসায়নে আরও দু’একটা অ্যাড ফিল্ম তৈরি হয়। ‘ক্যামেরার সামনে বাপ্পিদা! শেষে কী গিয়ে দাঁড়াবে, ভয় একটা ছিলই, কিন্তু বাপ্পিদা প্রথম কাজেই দেখিয়ে দিয়েছিলেন তাঁর ক্যারিশ্মা। ক্যামেরা, ফ্রেম, লাইট— সব কিছুর ওপর এত নিখুঁত ধারণা যাঁরা কাজ করেননি তাঁরা কোনওদিনও জানতে পারবেন না।’ আক্ষেপ অলোকের। বলছিলেন, মানুষটার দুটো ইচ্ছে ছিল। খুব চেয়েছিলেন ‘গুরু’ কিশোরকুমারকে নিয়ে একটা আন্তর্জাতিক মানের ছবি বানাতে। কাজ এগোচ্ছিল, কিন্তু হঠাৎ বাপ্পিদাই থেমে গেলেন। এ ছাড়া পথে-ঘাটে গান গেয়ে বেড়ানো অখ্যাত ছেলে-মেয়েদের নিয়ে একটা ব্যতিক্রমী রিয়্যালিটি শোয়ের পরিকল্পনাও ছিল। শুধু সংগীত নয়, তাই বাপ্পিদার চলে যাওয়ার আফসোস যাচ্ছে না বিজ্ঞাপন দুনিয়ারও।