সংবাদদাতা, বারাসত : ভাঙন অব্যাহত। বিপর্যস্ত গেরুয়া শিবির। আবার বিজেপির ভাঙন বারাসত সাংগঠনিক জেলায়। আগে ১৫ জন ইস্তফা দিয়েছিলেন, এবার ইস্তফা দিলেন আরও ৫ জন। অভিযোগের আঙুল বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্রর দিকে। পুরনো কর্মীদের অসম্মানিত করে দলে নবাগতদের গুরুত্ব দেওয়ার অভিযোগ। এরই প্রতিবাদে লাগাতার ইস্তফা। স্বাভাবিকভাবেই গভীর অস্বস্তিতে গেরুয়া নেতৃত্ব। এদিন রীতিমতো সাংবাদিক সম্মেলন ডেকে বিক্ষুব্ধরা তোপ দাগেন।
আরও পড়ুন-জার্মানিকে উড়িয়ে লক্ষ্যভেদ ভারতের সিন্ধুরা হারালেন কানাডাকে
কর্মীরা জানান, মূলত বারাসত সাংগঠনিক জেলার সভাপতির বিরুদ্ধে। খোলাখুলি ভাবেই তাঁরা জানিয়েছেন, দলে সম্মান নিয়ে কাজ করার মতো আর পরিস্থিতি নেই। বর্তমান সভাপতি পুরনোদের বাদ দিয়ে নতুনদের মণ্ডল সভাপতি থেকে শুরু করে ব্লক সভাপতি ও বিভিন্ন পদে বসাচ্ছেন। উচ্চ নেতৃত্বকে জানিয়ে কোনও লাভ হয়নি। সেই কারণেই জেলা কমিটির থেকে পাঁচ সদস্য এদিন ইস্তফা দিতে বাধ্য হলেন। কর্মীদের দাবি, আগামী দিনে আরও বেশ কয়েকজন জেলা কমিটি সদস্য ইস্তফা দেবেন। তাঁদের আরও অভিযোগ, বারাসত সাংগঠনিক জেলার বর্তমান সভাপতির এই একনায়কতন্ত্রের কারণেই পুরভোটে এত খারাপ ফলাফল হয়েছে। তাঁদের বক্তব্য, রাজ্য কমিটির দৃষ্টি আকর্ষণ করার জন্যই একের পর এক নেতারা পদ থেকে ইস্তফা দিয়ে চলেছেন।