জার্মানিকে উড়িয়ে লক্ষ্যভেদ ভারতের সিন্ধুরা হারালেন কানাডাকে

এরপর নিয়মরক্ষার দু’টি ম্যাচও (দ্বিতীয় ডবলস ও তৃতীয় সিঙ্গলস) জিতে নেন যথাক্রমে এম আর অর্জুন-ধ্রুব কপিলা জুটি এবং এইচ এস প্রণয়

Must read

ব্যাঙ্কক, ৮ মে : জার্মানিকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে টমাস কাপ অভিযান শুরু করলেন লক্ষ্য সেনরা। অন্যদিকে, উবের কাপেও প্রথম ম্যাচে কানাডাকে ৪-১ হারিয়েছেন পি ভি সিন্ধুরা। রবিবার প্রথম সিঙ্গলসে লক্ষ্য সেন ২১-১৬, ২১-১৩ গেমে হারিয়ে দেন জার্মান প্রতিদ্বন্দ্বী ম্যাক্স উইসকিরচেনকে। এরপর ডবলসে ভারতীয় জুটি সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি তিন গেমের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২১-১৫, ১০-২১, ২১-১৩ ব্যবধানে জয় ছিনিয়ে নেন জার্মান জুটি জোন্স রালফি জেনসেন ও মার্ভিন সেইডালের বিরুদ্ধে। দ্বিতীয় সিঙ্গলস ম্যাচেও কিদাম্বি শ্রীকান্ত ১৮-২১, ২১-৯, ২১-১১ গেমে হারিয়ে দেন জার্মানির কাই শেফারকে। এরপর নিয়মরক্ষার দু’টি ম্যাচও (দ্বিতীয় ডবলস ও তৃতীয় সিঙ্গলস) জিতে নেন যথাক্রমে এম আর অর্জুন-ধ্রুব কপিলা জুটি এবং এইচ এস প্রণয়।

আরও পড়ুন-সেলিমকে ধুয়েমুছে সাফ করলেন কুণাল

অন্যদিকে, উবের কাপের প্রথম সিঙ্গলসে পি ভি সিন্ধু ২১-১৭, ২১-১০ গেমে হারিয়ে দেন কানাডার মিশেল লিকে। তবে ডবলস ম্যাচে ভারতীয় জুটি শ্রুতি মিশ্র ও সিমরন সিং হেরে যান। ফলে ম্যাচ ১-১ করে দিয়েছিল কানাডা। যদিও দ্বিতীয় সিঙ্গলসে ওয়েন ইউ ঝাংয়ের বিরুদ্ধে ১৭-২১, ২১-১৮, ২১-১৭ গেমে জয় ছিনিয়ে ভারতকে ২-১ ব্যবধানে এগিয়ে দিয়েছিলেন আকর্ষী কাশ্যপ। এরপর দ্বিতীয় ডবলস ম্যাচ সরাসরি গেমে জিতে নেন ভারতীয় জুটি তনিশা ক্রাস্টো ও তৃষা জলি। নিয়মরক্ষার তৃতীয় সিঙ্গলস ম্যাচেও অস্মিতা চালিহা হাড্ডাহাড্ডি লড়াই করে জিতে যান

Latest article