মিউনিখ, ৭ ডিসেম্বর : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ থেকেই বিদায় নেবে বার্সেলোনা? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে বুধবার রাতে। ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ই-র দ্বিতীয় স্থানে রয়েছে বার্সা। তাদের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ সমান ম্যাচে ১৫ পয়েন্ট পেয়ে আগেই পরের রাউন্ডে খেলা পাকা করে ফেলেছে।
অন্যদিকে, বার্সেলোনাকে ছাড়পত্র পেতে গেলে জিততেই হবে। কিন্তু ড্র করলে অথবা হেরে গেলে, তাকিয়ে থাকতে হবে বেনফিকা বনাম ডায়নামো কিয়েভ ম্যাচের রেজাল্টের দিকে। ৫ ম্যাচে ৫ পয়েন্ট পাওয়া বেনফিকা যদি জিতে যায়, সেক্ষেত্রে বায়ার্নের সঙ্গে ড্র করলেও, ছিটকে যাবে বার্সা। কারণ পয়েন্টের বিচারে তখন বার্সেলোনা ও বেনফিকা সমান সমান হলেও, মুখোমুখি সাক্ষাৎকারে এগিয়ে পর্তুগালের ক্লাব।
বার্সেলোনার ডাচ ফরোয়ার্ড মেমফিস ডিপাই তাই কোনও রাখঢাক না করেই বলছেন, ‘‘এই ম্যাচটা আমাদের কাছে ফাইনাল। কারণ পরের রাউন্ডে ওঠার জন্য এটাই আমাদের শেষ সুযোগ। তাই মাঠে নেমে নিজেদের সেরাটা উজাড় করে দেব।’’
আরও পড়ুন : রোনাল্ডোকে বিশ্রাম দেওয়ার ভাবনা কোচের
প্রসঙ্গত, চলতি মরশুমে বার্সেলোনার হয়ে সবচেয়ে বেশি গোল করেছেন ডিপাই। সব টুর্নামেন্ট মিলিয়ে তাঁর মোট গোল ৮টি। এদিকে, দু’দলের প্রথম সাক্ষাৎকারে ক্যাম্প ন্যু-তে গিয়ে বার্সেলোনাকে ৩-০ গোলে হারিয়ে এসেছিল বায়ার্ন। চ্যাম্পিয়ন্স লিগে জার্মান জায়ান্টরা টানা পাঁচ ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে।
তবে বার্সা কোচ জাভির জন্য সুখবর, টানা ম্যাচ খেলে ক্লান্ত বায়ার্ন। তার ওপরে পরের রাউন্ডের টিকিট ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছে। তাই নিয়মরক্ষার ম্যাচে রবার্ট লেয়নডস্কি, টমাস মুলার লেরয় সানেদের মতো বেশ কয়েকজন তারকাদের বিশ্রাম দিতে পারেন বায়ার্ন কোচ জুলিয়ান লাগেলসম্যান।