সামনে বরোদা, দল নিয়ে ধন্দে বাংলা

Must read

প্রতিবেদন : বুধবার থেকে বিজয় হাজারে ট্রফিতে অভিযান শুরু করছে বাংলা। প্রতিপক্ষ ক্রুণাল পাণ্ডিয়াদের বরোদা।স্থানীয় গ্রিনফিল্ড স্টেডিয়ামে খেলা। দু’বছর পর এই মাঠে খেলা হচ্ছে। পিচ দেখে খুশি বাংলার কোচ, অধিনায়ক।তবে, ছয় ব্যাটসম্যান, পাঁচ বোলার নাকি সাত ব্যাটসম্যান, চার বোলার— তা বুধবার ম্যাচের দিন সকালে পিচ দেখে চূড়ান্ত করবে ম্যানেজমেন্ট।তিরুবনন্তপুরম থেকে অধিনায়ক সুদীপ ফোনে বললেন, “মুস্তাক আলিতে বরোদার বিরুদ্ধে আমাদের খুব ক্লোজ ম্যাচ হয়েছিল।

আরও পড়ুন : বায়ার্নের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ,বার্সাকে আজ জিততেই হবে

এই গ্রুপে সব ম্যাচই কঠিন। টিম কম্বিনেশন এখনও ঠিক করিনি। বুধবার সকালে ঠিক হবে।” জানা গেল, শাহবাজ আহমেদ ও ঋত্বিক চট্টোপাধ্যায়ের সঙ্গে তৃতীয় স্পিনার নাকি মুকেশ কুমার, আকাশদীপের সঙ্গে তৃতীয় পেসার খেলানো উচিত, তা নিয়েই ধন্দে বঙ্গ থিঙ্ক ট্যাঙ্ক। কোচ অরুণলাল বলেছেন, তাঁরা প্রস্তুতি নিয়েই এই টুর্নামেন্টে নামছেন। দলে অনুষ্টুপ, সুদীপ ও শ্রীবৎসের মতো অভিজ্ঞরা রয়েছেন। তিনি তাই আশাবাদী।

Latest article