বার্সেলোনা, ২৫ ফেব্রুয়ারি : গেটাফেকে ৪-০ গোলে হারিয়ে জিরোনাকে টপকে লিগ তালিকার দুইয়ে উঠে এল বার্সেলোনা। খেতাবি দৌড়েও ঢুকে পড়লেন রবার্ট লেয়নডস্কিরা। ২৫ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষে রিয়াল মাদ্রিদ। ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সা।
আরও পড়ুন-আজ প্লে-অফ দৌড়ে থাকার পরীক্ষা ক্লেটনদের, রেফারিং নিয়ে ফের বিস্ফোরক কুয়াদ্রাত
ঘরের মাঠে কুড়ি মিনিটেই রাফিনহার গোলে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। জুলস কুন্দের ক্রস থেকে হেডে বল জালে জড়ান রাফিনহা। বিরতির পর গেটাফের উপর আরও তিন-তিনটি গোল চাপিয়ে দেয় বার্সেলোনা। ৫৩ মিনিটে জুড ফেলিক্সের গোলে ২-০। ৬১ মিনিটে ফ্র্যাঙ্কি ডি’ইয়ং ৩-০ করেন। ৯১ মিনিটে গেটাফের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন ফেরমিন লোপেজ।
আরও পড়ুন-দলের খিদে বাড়িয়ে দিয়েছে রোহিত : চ্যাপেল
এদিকে, মরশুম শেষ হলেই দায়িত্ব ছাড়ছেন জাভি হার্নান্দেজ। তাঁর এই সিদ্ধান্তের পর থেকেই ফর্মে ফিরেছে দল। ম্যাচের পর এই নিয়ে বার্সা কোচকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমার কোনও অনুশোচনা নেই। বরং আমার সিদ্ধান্ত যে সঠিক, সেটা দলের পারফরম্যান্সেই স্পষ্ট।’’