দলের খিদে বাড়িয়ে দিয়েছে রোহিত : চ্যাপেল

বিরাট কোহলি গোটা সিরিজে নেই। কেএল রাহুল প্রথম টেস্ট খেলার পর পরের তিন টেস্ট চোটের কারণে খেলতে পারেননি

Must read

মেলবোর্ন, ২৫ ফেব্রুয়ারি : বিরাট কোহলি গোটা সিরিজে নেই। কেএল রাহুল প্রথম টেস্ট খেলার পর পরের তিন টেস্ট চোটের কারণে খেলতে পারেননি। একই কারণে দলে নেই মহম্মদ শামিও। যশপ্রীত বুমরাকে রাঁচিতে চতুর্থ টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে। আজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারা, ইশান্ত শর্মা, উমেশ যাদবদের মতো সিনিয়রদের দিকে আর না তাকিয়ে তারুণ্যে ভরসা রেখেছে নির্বাচকমণ্ডলী ও ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তারপরেও সিরিজে দাপট অব্যাহত রেখেছে ভারত। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক কিংবদন্তি ইয়ান চ্যাপেল জানিয়েছেন, একাধিক সিনিয়র না থাকলেও ভারতীয় তরুণদের মধ্যে সাফল্য পাওয়ার খিদে, বিশ্বাসটা এনেছে দলের নেতৃত্ব। রোহিত শর্মার নেতৃত্বগুণেই এটা সম্ভব হয়েছে।

আরও পড়ুন-আজ প্লে-অফ দৌড়ে থাকার পরীক্ষা ক্লেটনদের, রেফারিং নিয়ে ফের বিস্ফোরক কুয়াদ্রাত

নিজের কলামে চ্যাপেল লিখেছেন, ‘‘রোহিতের নেতৃত্বগুণ সহজাত। এটা ওর পে-ডিগ্রি। দলকে নেতৃত্ব দিয়ে সাফল্য পাওয়ার খ্যাতিই তাঁকে নির্দিষ্ট লক্ষ্যে দলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। রোহিতের নেতৃত্বে যে কোনও ব্যর্থতাই ভারতীয় দলকে দুর্বল করে দিতে পারত। সেখান থেকে সামনে এগিয়ে যাওয়া কঠিন হত। কিন্তু রোহিতের নেতৃত্ব সেটা এখনও পর্যন্ত এই সিরিজে হতে দেয়নি। জসপ্রীত বুমরার অভিজাত দক্ষতা, যশস্বী জয়সওয়ালের প্রতিভার সঙ্গে বেশ কয়েকজন খেলোয়াড়ের অনভিজ্ঞতাও রয়েছে। বদলে যাওয়া একটা দলে ধারাবাহিকতা আনতে গেলে তরুণদের মধ্যে আত্মবিশ্বাস বজায় রাখার কাজটা সম্ভব হয় অধিনায়কের নেতৃত্বগুণে। রোহিতকে সেটা নিশ্চিত করতে হবে।’’

Latest article