জুয়ান গাম্পা ট্রফি জিতল বার্সেলোনা

৯০ মিনিটে আনসু ফাতির গোলের পিছনেও অবদান ছিল ইয়ামালের। এরপর ৯৩ মিনিটে আবদে এজ্জালজুলির গোলে ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত করে বার্সা

Must read

বার্সেলোনা, ৯ অগাস্ট : মরশুমের প্রথম খেতাব জিতল বার্সেলোনা। টটেনহ্যাম হটস্পারকে ৪-২ গোলে হারিয়ে জুয়ান গাম্পা ট্রফি জিতেছে জাভি হার্নান্দেজের দল। এই নিয়ে টানা ১১ বার এই ট্রফি নিজেদের দখলে রেখে দিল বার্সা। তবে ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত ১-২ গোলে পিছিয়ে ছিল বার্সেলোনা। কিন্তু শেষ ১০ মিনিটে রীতিমতো ঝড় তুলে আরও তিন-তিনটি গোল টটেনহ্যামের উপর চাপিয়ে দেন জাভির শিষ্যরা। আর এই জয়ে বড় ভূমিকা পালন করলেন ১৬ বছর বয়সি সামিনে ইয়ামাল।

আরও পড়ুন-জোড়া গোলে জয় ইস্টবেঙ্গলের

৮০ মিনিটে পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নেমে এই কিশোর দলের দ্বিতীয় ও তৃতীয় গোলে অবদান রেখেছেন। অলিম্পিক স্টেডিয়ামে আয়োজিত ম্যাচের ১৩ মিনিটেই রবার্ট লেয়নডস্কির গোলে এগিয়ে গিয়েছিল বার্সা। কিন্তু ২৪ ও ৩৯ মিনিটে পরপর দু’টি গোল করে টটেনহ্যামকে ২-১ ব্যবধানে এগিয়ে দিয়েছিলেন মিডফিল্ডার অলিভার স্কিপ। এরপর অপেক চেষ্টা করেও গোলের দেখা পাচ্ছিল না বার্সেলোনা। তবে মাঠে নামার এক মিনিটের মধ্যেই (৮১ মিনিট) ফেরান তোরেসকে দিয়ে গোল করিয়ে ম্যাচে সমতা ফেরান ইয়ামাল। ৯০ মিনিটে আনসু ফাতির গোলের পিছনেও অবদান ছিল ইয়ামালের। এরপর ৯৩ মিনিটে আবদে এজ্জালজুলির গোলে ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত করে বার্সা।

Latest article