সংবাদদাতা, বারাকপুর : গদ্দাররা যত কম ভোট পাবে, ততই বারাকপুরের মাটি শুদ্ধ হবে। মঙ্গলবার বিকেলে ব্যবসায়ী সমিতির আবেদনে টিটাগর বাজারে এসে এমনই মন্তব্য করেন বারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। উপস্থিত ছিলেন বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। পার্থ ভৌমিক এদিন বলেন, বারাকপুর বঙ্কিমচন্দ্র, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, মঙ্গল পাণ্ডের মাটি। তাঁরা দেশের স্বাধীনতার জন্য লড়েছিলেন। এই মাটিতে গদ্দারদের কোনও জায়গা নেই।
আরও পড়ুন-বিজেপির প্ররোচনায় অশান্ত দিনহাটা
লোকসভা টিকিটের লোভে সদ্য বিজেপিতে যোগ দেওয়া গদ্দার অর্জুন সিংকে তুলোধোনা করে বারাকপুরের প্রার্থী বলেন, অর্জুন তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে তৃণমূলের সঙ্গে গদ্দারি করেছে। আবার বিজেপি সাংসদ হয়ে তৃণমূলে এসে বিজেপির সঙ্গে গদ্দারি করেছে। শেষে তৃণমূল থেকে আবার বিজেপিতে যোগ দিয়ে তৃণমূলের সঙ্গে গদ্দারি করল। বারাকপুরের এই পুণ্য মাটিকে একজন বেইমান গদ্দার বারবার কলুষিত করেছে। এটা বারাকপুরের মানুষের লজ্জা। বারাকপুরের মানুষ এই লজ্জা নিবারণ করবে ভোটবাক্সে বোতাম টিপে। অর্জুন যত কম ভোট পাবে, বারাকপুরের মাটি ততই শুদ্ধ হবে।
আরও পড়ুন-মোদিজির গ্যারান্টি শুধুই প্রতারণা, প্রতিশ্রুতি ভঙ্গ
বারাকপুর কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে টিকিট না পেয়ে পার্থ ভৌমিককে বারবার বিভিন্ন ইস্যুতে আক্রমণ করেছে অর্জুন সিং। সব অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে পার্থ এদিন বলেন, যদি ওর কাছে সত্যিই এত তথ্য থাকে, সেটা সংবাদমাধ্যমের সামনে আনছে না কেন? জমি কেনাবেচার হিসেব রাখেন রেজিস্ট্রি অফিস, ভূমি দফতরের লোকেরা আর দালালেরা। কিন্তু ও তো কোনও সরকারি দফতরে কাজ করে না। তার মানে ও দালালি করে বলেই জমির হিসেব রেখেছে। অর্জুনকে তোপ দেগে তৃণমূল প্রার্থী আরও বলেন, আসলে ও আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পারছে না, বারাকপুরের মানুষ আমার সঙ্গে রয়েছে। আর মানুষের সামনে মুখ দেখানোর জায়গা নেই বলে টিভিতে মুখ দেখিয়ে এইসব বলছে। নির্বাচনে বিজেপির নেতার ভরাডুবি নিশ্চিত বলে দাবি পার্থ ভৌমিকের।
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…