মোদিজির গ্যারান্টি শুধুই প্রতারণা, প্রতিশ্রুতি ভঙ্গ

মোদিজির গ্যারান্টি যে আসলে ফাঁকা কলসির আওয়াজ তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তৃণমূল কংগ্রেস।

Must read

প্রতিবেদন : মোদিজির গ্যারান্টি যে আসলে ফাঁকা কলসির আওয়াজ তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ প্রশ্ন তুললেন, গ্যারান্টির অর্থ কি শুধুই প্রতিশ্রুতি ভঙ্গ? সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা?

আরও পড়ুন-ওষুধে জীবন বাঁচে, বিজেপিও বাঁচে

পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে কথা দিয়ে কথা রেখেছেন, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজসাথী, স্বাস্থ্যসাথীর মতো অজস্র সমাজকল্যাণ প্রকল্পের মাধ্যমে বাংলার অর্থনৈতিক বুনিয়াদকে সুদৃঢ় করে কীভাবে মানুষকে ভরসা জুগিয়েছেন, সেই তথ্যও তুলে ধরেন বাবুল। অন্যদিকে বেকারত্ব, মুদ্রাস্ফীতি, পেট্রোপণ্যের দামবৃদ্ধির কথা তুলে ধরে বাবুল বুঝিয়ে দেন, গত এক দশকে মোদিজির জমানায় ধনী এবং দরিদ্রের মধ্যে দূরত্ব বেড়েই চলেছে। দুর্বিষহ হয়ে উঠেছে মধ্যবিত্তের জীবন। নির্বাচনের মুখে বাংলার ডিজি পদে দু’দিনে দু’বার পরিবর্তনের নেপথ্যেও যে গেরুয়া শিবিরের সুনির্দিষ্ট অসৎ উদ্দেশ্য রয়েছে তাও বুঝিয়ে দেয় তৃণমূল। রাজস্বের টাকা মোদির নির্বাচনী প্রচারের কাজে ব্যবহারের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন। ইলেক্টোরাল বন্ড নিয়েও গেরুয়া শিবিরকে আক্রমণ করেন বাবুল ও সাগরিকা।

Latest article