অমরনাথের মেঘভাঙা বৃষ্টিতে হারিয়ে গেলেন বারুইপুরের বর্ষা

Must read

সংবাদদাতা, বারুইপুর : শুক্রবার অমরনাথে মেঘভাঙা বৃষ্টিতে ভূমিধসের (Amarnath Cloudburst) জেরে মৃত্যু হল বাংলার এক ছাত্রীর। মৃত তেইশ বছরের বর্ষা মুহুরি  দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পুরসভার চক্রবর্তীপাড়ার বাসিন্দা। বর্ষার মাও গুরুতর জখম হয়েছেন বলে খবর মিলেছে। শনিবার বেলায় বর্ষার মৃত্যুসংবাদ আসে। গত ১ জুলাই মা, মামা ও প্রতিবেশীদের সঙ্গে অমরনাথ গিয়েছিলেন বর্ষা। মোট ৭ জন ছিলেন ওই দলে। দু’‌দিন আগে বাবা চন্দন মুহুরির সঙ্গে শেষবার ফোনে তাঁদের কথা হয়। তখনই অমরনাথ (Amarnath Cloudburst) পৌঁছে গিয়েছেন বলে বর্ষা বাবাকে জানিয়েছিলেন। কিন্তু গতকালের প্রাকৃতিক বিপর্যয়ের জেরে বর্ষার মৃত্যু হয়েছে বলে পরিবারের কাছে খবর এসেছে। খবর আসার পর কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন। ইতিমধ্যে কাশ্মীরের জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন বর্ষার বাবা। ভূগোলে এমএ করার পর পিএইচডির প্রস্তুতি নিচ্ছিলেন। ছোট থেকে অ্যাডভেঞ্চার প্রিয় ছিলেন বর্ষা। পাহাড় খুব ভালবাসতেন। স্থানীয় কাউন্সিলর বিকাশ দত্ত জানালেন, ‘‘আমরা সকালেই খবর পেয়েছি। তারপর খোঁজ নিয়ে দেখলাম বর্ষার মৃত্যু হয়েছে। ওর মা জখম হয়েছেন। বারুইপুরের তিনটি পরিবারের মোট ৭ জন আছেন। আমাদের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় ওদেরকে ফেরানোর ব্যাপারে সরকারি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছেন।”

আরও পড়ুন: উত্তরবঙ্গের ৯ তীর্থযাত্রী নিরাপদে ফিরছেন

Latest article