নাট্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বাত্য বসু, দেবশঙ্কর হালদার 

Must read

শুরু হল নাট্য মেলা (Natya Mela)। কলকাতার রবীন্দ্রসদনে ১০ মার্চ অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক – মন্ত্রী – নাট্যকার বাত্য বসু, দেবশঙ্কর হালদার সহ নাট্য জগতের ব্যক্তিত্বরা। এছাড়াও উদ্ধোধনে উপস্থিত ছিলেন অভিনেত্রী অনসূয়া মজুমদার ও শান্তিপুর সাংস্কৃতিক নাট্যদলের কর্ণধার প্রখ্যাত অভিনেতা কৌশিক চট্টোপাধ্যায়। উদ্ধোধনের দিন মঞ্চস্থ হয় চেতনা প্রযোজিত নাটক ‘মারীচ সংবাদ’। ১১ মার্চ থেকে নাট্য মেলা শুরু হল গিরিশ মঞ্চ, মধুমূদন মঞ্চ, মিনার্ভা থিয়েটার, তৃপ্তি মিত্র নাট্যগৃহে, এছাড়া আরও বেশ কয়েকটি জায়গায় অনুষ্ঠিত হবে নাট্যমেলা। এবারের নাট্যমেলায় (Natya Mela) অন্যতম বৈশিষ্ট্য অঙ্গনসজ্জায় থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে পুরুলিয়া জেলাকে। নাট্যমেলা চলবে আগামী ১৭ মার্চ পর্যন্ত।

Latest article