২১ অক্টোবর : চ্যাম্পিয়ন্স লিগের আসরে অশ্বমেধের ঘোড়ার মতোই ছুটছে বায়ার্ন মিউনিখ। বুধবার রাতে অ্যাওয়ে ম্যাচে বেনফিকাকে ৪-০ গোলে উড়িয়ে দিলেন রবার্ট লেয়নডস্কিরা। সেই বেনফিকা, যারা নিজেদের আগের ম্যাচে বার্সেলোনাকে তিন গোলে বিধ্বস্ত করেছিল! জোড়া গোল করে ম্যাচের নায়ক বায়ার্নের তরুণ উইঙ্গার লেরয় সানে।
আরও পড়ুন-দু’গোলে পিছিয়েও রুদ্ধশ্বাস জয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের
অন্যদিকে, এই জয়ের সুবাদে টানা তিন ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ ই-র শীর্ষ স্থান ধরে রাখল বায়ার্ন। এই তিন ম্যাচে জার্মান জায়ান্টরা গোল করেছে ১২টি। একটিও গোল হজম করেনি। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে, কতটা ভয়ঙ্কর ফর্মে রয়েছেন বায়ার্নের ফুটবলাররা।
এদিকে, চার গোল হজম করলেও, বায়ার্নকে ৬৯ মিনিট পর্যন্ত আটকে রেখেছিল বেনফিকা। তবে ৭০ মিনিটে সানের প্রথম গোলের পরেই যাবতীয় বাঁধ ভেঙে চুরমার হয়ে যায়। ৮০ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন বেনফিকার ব্রাজিলীয় ডিফেন্ডার এভার্টন সৌসা। এরপর ৮২ ও ৮৪ মিনিটে পরপর দু’টি গোল করেন লেয়নডস্কি এবং সানে।
অন্যদিকে, চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ এইচ-এর ম্যাচে জুভেন্টাস ১-০ গোলে হারিয়েছে প্রতিপক্ষ জেনিথ সেন্ট পিটার্সবার্গকে। জুভের হয়ে গোল করেন দেজান কুলুসেভস্কি। এই গ্রুপের অন্য একটি ম্যাচে চেলসি ৪-০ গোলে বিধ্বস্ত করেছে সুইডিশ ক্লাব মালমোকে।