দু’গোলে পিছিয়েও রুদ্ধশ্বাস জয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের

Must read

ওল্ড ট্র্যাফোর্ড, ২১ অক্টোবর : বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নাটকীয় জয় ছিনিয়ে নিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ম্যাচের ৫২ মিনিট পর্যন্ত ০-২ ব্যবধানে পিছিয়ে থেকেও, শেষ পর্যন্ত ৩-২ গোলে জয় ছিনিয়ে নেয় ম্যান ইউ। আরও একবার ওলে গানার সোলসারের মুখে হাসি ফোটালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই ম্যাচটা হারলে সোলসারের চাকরি নিয়ে টানাটানি পড়ে যেত। কিন্তু ৮১ মিনিটে জয়সূচক গোল করে দলকে মূল্যবান তিন পয়েন্ট উপহার দিলেন সিআর সেভেন। একই সঙ্গে কোচের চাকরি বাঁচালেন।
প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে লেস্টার সিটির কাছে ২-৪ গোলে হেরে গিয়েছিল ম্যান ইউ। ফলে আটলান্টার বিরুদ্ধে বাড়তি চাপ মাথায় নিয়েই ওল্ড ট্র্যাফোর্ডে মাঠে নেমেছিলেন সোলসারের শিষ্যরা। সেই চাপ আরও বেড়ে যায় ম্যাচের আধ ঘণ্টার মধ্যেই ০-২ ব্যবধানে পিছিয়ে পড়ায়! ১৫ মিনিটে মারিও পাসালিচের গোলে এগিয়ে গিয়েছিল আটলান্টা। ২৮ মিনিটে ফের গোল করে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল আটলান্টা। এবার গোল করেন মারি দেমিরাল।

আরও পড়ুন-জগন্নাথ ঘাটের মতোই ফুলবাজার হাওড়াতেও

অন্যদিকে, পর্যাপ্ত প্রাধান্য বজায় রেখেও কিছুতেই গোলের দেখা পাচ্ছিল না ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। অবশেষে ৫৩ মিনিটে মার্কাস র‍্যাশফোর্ড গোল করে দলকে লড়াইয়ে ফিরিয়ে আনেন। ৭৫ মিনিটে ২-২ করেন ম্যান ইউয়ের অধিনায়ক হ্যারি ম্যাগুয়ের। আর ৮১ মিনিটে রোনাল্ডো-ম্যাজিক। বাঁ প্রান্ত থেকে আটলান্টার বক্সে ক্রস ভাসিয়েছিলেন লুক শ। অনেকটা লাফিয়ে উঠে সেই ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে জড়িয়ে দেন পর্তুগিজ মহাতারকা।
দুরন্ত জয়ের পর উচ্ছ্বসিত রোনাল্ডোর ট্যুইট, ‘আমরা বেঁচে আছি। আমরা ম্যান ইউনাইটেড। আমরা কখনও হাল ছাড়ি না। এটাই ওল্ড ট্র্যাফোর্ডের ঐতিহ্য!’ এদিকে, এই জয়ের সুবাদে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ এফ-এর শীর্ষে উঠে এল ম্যান ইউ।

Latest article