মিউনিখ : মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বড় অঘটন। ভিয়ারিয়ালের (Bayern vs Villarreal) বিরুদ্ধে ফিরতি কোয়ার্টার ফাইনাল ১-১ ড্র করে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেল খেতাবের অন্যতম দাবিদার বায়ার্ন মিউনিখ। স্পেনে গিয়ে প্রথম লেগের ম্যাচটা ০-১ গোলে হেরে গিয়েছিল বায়ার্ন। তবে ফিরতি ম্যাচ যেহেতু ঘরের মাঠে, তাই বাড়তি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছিলেন বায়ার্নের ফুটবলাররা। মঙ্গলবার রাতের অ্যালিয়াঞ্জ এরিনায় উপস্থিত প্রায় ৭০ হাজার বায়ার্ন সমর্থককে উল্লসিত করে ৫২ মিনিটে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন রাবার্ট লেয়নডস্কি। সেমিফাইনালের টিকিটের জন্য প্রয়োজন ছিল আরও একটি গোল। কিন্তু সেই গোল করা তো দূরের কথা, উল্টে ৮৮ মিনিটে গোল হজম করে বসে বায়ার্ন। ভিয়ারিয়ালের গোলদাতা সামু চুকুয়েজে। আর সেই গোলেই দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে উঠে গেল ভিয়ারিয়াল।
আরও পড়ুন-নেতা হিসেবে এখনও শিখছি : জাদেজা
যাঁর গোল লেয়নডস্কিদের টুর্নামেন্ট থেকে ছিটকে দিল, সেই চুকুয়েজে কিন্তু ভিয়ারিয়ালের (Bayern vs Villarreal) প্রথম দলে ছিলেন না। ফরাসি মিডফিল্ডার পরিবর্ত হিবেসে মাঠে নামেন ৮৪ মিনিটে। আর মাঠে নামার চার মিনিটের মধ্যেই গোল করে দলকে সেমিফাইনালের টিকিট উপহার দেন। রেকর্ড বই বলছে, দীর্ঘ ১৬ বছর পর ফের চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে উঠল ভিয়ারিয়াল। শেষবার তারা এই কৃতিত্ব অর্জন করেছিল ২০০৬ সালে! এদিকে, তারকাখচিত বায়ার্নকে টপকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে উঠে উচ্ছ্বাসে ভেসে গিয়েছেন ভিয়ারিয়ালের ফুটবলাররা। শুধু তাই নয়, ম্যাচের আগে বায়ার্ন কোচ জুলিয়ান নাগেলসম্যান ভিয়ারিালকে পাত্তা দিতে চাননি। তাই সোশ্যাল মিডিয়ায় নাম না করে জার্মান জায়ান্টদের কটাক্ষও করেছে স্প্যানিশ ক্লাব। খেলা শেষ হওয়ার পর, ভিয়ারিয়ালের ট্যুইটার অ্যাকাউন্টে পোস্ট করা হয়, ‘‘কৃষক লিগে স্বাগত।’’ লাগেলসম্যানকে কটাক্ষ করে এই ট্যুইট করা হয়েছে বলে মনে করা হচ্ছে।