জানে আলমকে নিয়ে পুলিশ করল খুনের পুনর্নির্মাণ

Must read

সংবাদদাতা, ডায়মন্ড হারবার : মগরাহাট জোড়া খুন (Mograhat Murder Case) কাণ্ডে মূল অভিযুক্ত জানে আলম মোল্লাকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। বুধবার বেলা চারটে নাগাদ জানে আলম মোল্লাকে নিয়ে আসা হয় মাগুরপুকুরের কারখানায়। এই কারখানার মধ্যে পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে গত শনিবার খুন হন সিভিক ভলান্টিয়ার বরুণ চক্রবর্তী ও তাঁর বন্ধু মলয় মাকাল। জানে আলম এই কারখানার মধ্যে লাইসেন্সপ্রাপ্ত বন্দুক দিয়ে গুলি করেও কুপিয়ে নৃশংসভাবে খুন করে দুজনকে। খুনের পর গাঢাকা দেয় অভিযুক্ত। পরদিন টালিগঞ্জ ফাঁড়ি থেকে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের যৌথ নজরদারিতে ধরা পড়ে জানে আলম। এদিন জানে আলমের কারখানার মধ্যে এক ঘন্টা ধরে সেদিনের ঘটনার (Mograhat Murder Case) পুনর্নির্মাণ করে পুলিশ। উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, এসডিপিও মিতুন দে সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। জানে আলম মোল্লাকে ঘটনাস্থলে নিয়ে আসার আগে থেকে বিশাল বাহিনী মোতায়েন করা হয়। পুরো চত্বর র‌্যাফ ও পুলিশের নিয়ন্ত্রণে চলে যায়। কারণ এই নৃশংস খুনের প্রতিক্রিয়ায় আজও ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ। প্রভাবশালী জানে আলমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে। এদিন পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন,‘‌ ঘটনার পুনর্নির্মাণ করা হল। এই ঘটনায় আর কেউ জড়িত আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন-দুর্ঘটনায় মৃত ২, গুরুতর জখম ১৫

Latest article