তিন বছর ধরে ব্যাট হাতে একের পর এক ম্যাচে ব্যার্থ বিরাট কোহলি (Virat Kohli)। কিন্তু এরপরও তাঁকে দল থেকে বাদ দিতে পারছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। এর কারণ হিসেবে ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার মন্টি পানেসর (Monty Panesar) মনে করেন, বিরাটকে বাদ দিলে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে বিসিসিআই। সরে জেতে পারে একাধিক স্পনসর। এই প্রসঙ্গে তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, “এই বিষয়টা পুরোপুরি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মত। ম্যাঞ্চেস্টার ইউনাইটেদের জার্সি পরে রোনাল্ডো যখনই মাঠে নামেন, তখনই সবাই তাঁকে দেখার জন্য খেলাটি দেখেন। আবার টাইগার উডস যখন কোনও টুর্নামেন্টে খেলেন, তখনও তাঁকেই দেখতে চায় সবাই। সে জিতুক কিংবা হারুক তাতে কোনও প্রভাব পড়ে না। বিরাট কোহলির বিষয়টাও একইরকম। ওরও প্রচুর অনুরাগী রয়েছে। তবে আমার জানা নেই এতে কি আর্থিক প্রভাব পড়ছে।”
আরও পড়ুন: জন্মদিনে ‘৭১-এর সিরিজ ফিরে দেখলেন সানি
প্রসঙ্গত, ২০১৯-এর নভেম্বরের পর থেকে এখনও পর্যন্ত শতরানের দেখা পাননি বিরাট। সবাই আশা করেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে রানে ফিরতে পারেন তিনি। কিন্তু সেখানেও ব্যর্থ বিরাট। প্রথম ইনিংসে ১১ এবং দ্বিতীয় ইনিংসে ২০ রান করে সাজঘরে ফেরেন তিনি। মন্টি (Monty Panesar) ঠিক এই দিকেই সবার নজরে ফেরাতে চেয়েছেন।