মুম্বই, ৬ এপ্রিল : জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকার দিন কি এবার শেষ হয়ে এল ক্রিকেটে? ভারতীয় ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক সিদ্ধান্তে সেই ইঙ্গিতই দেখা যাচ্ছে।
পরীক্ষামূলকভাবে এপ্রিলেই বোর্ডের দুটি টুর্নামেন্টে বায়ো বাবলের বাইরে রাখা হবে ক্রিকেটারদের। বোর্ড সূত্রে এরকমই খবর। প্রথমটি হল অনূর্ধ্ব ১৯ কোচবিহার ট্রফি। অন্যটি ১৮ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া মেয়েদের সিনিয়র চ্যালেঞ্জার ট্রফি।
আরও পড়ুন-কার্তিক আমার কাজ সহজ করেছে: শাহবাজ
জানা গিয়েছে, দুটি টুর্নামেন্টের প্লেয়ারদের বলে দেওয়া হয়েছে ম্যাচ ভেনুতে পৌঁছে কোয়ারেন্টিনে থাকার দরকার নেই। যা আতিমারি শুরু হওয়ার পর এই প্রথম। তবে ঘনঘন আরটিপিসিআর টেস্ট করা হবে দুই টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্লেয়ারদের। যা বলা হয়েছে তাতে প্লেয়াররা ম্যাচ ভেনুতে তিনদিন আগে পৌঁছে পরেরদিন থেকেই প্র্যাকটিসে নামতে পারবেন। তবে কিছু নিয়ম আগের মতোই থাকছে।
আরও পড়ুন-বিশেষ প্রস্তুতিতেই সাফল্য, দাবি কার্তিকের
যেমন সব দলকে বোর্ডের নির্দিষ্ট হোটেলে থাকতে হবে। বাইরের লোকের সঙ্গে মেলামেশা করা যাবে না। অর্থাৎ সমস্ত কোভিড বিধি মেনে চলতে হবে।
ভারতীয় বোর্ডের মতো আইসিসিও এবার ধীরে ধীরে কোভিড বিধি হালকা করতে পারে বলে শোনা যাচ্ছে। তবে এক্ষেত্রে অনেকটাই নির্ভর করবে সংশ্লিষ্ট দেশের নিয়মবিধির উপর। যাঁর উপর আইসিসির হাত নেই।