ডি’ ব্রুইনের গোলে বাজিমাত ম্যান সিটির, সহজ জয় পেল লিভারপুলও

ঘরের মাঠে অ্যাটলেটিকোর বিরুদ্ধে শুরু থেকেই প্রাধান্য দেখিয়েছে ম্যান সিটি। গোটা ম্যাচে ৭০ শতাংশ বল পজেশন ছিল সিটির।

Must read

ম্যাঞ্চেস্টার, ৬ এপ্রিল : মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আসরে জয়ের স্বাদ পেল ম্যাঞ্চেস্টার সিটি এবং লিভারপুল। বেলজিয়ান তারকা কেভিন ডি’ব্রুইনের করা গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে ম্যান সিটি। অন্যদিকে, বেনফিকা এফসিকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল।

আরও পড়ুন-কোভিড-বিধি হাল্কা করছে বিসিসিআই

ঘরের মাঠে অ্যাটলেটিকোর বিরুদ্ধে শুরু থেকেই প্রাধান্য দেখিয়েছে ম্যান সিটি। গোটা ম্যাচে ৭০ শতাংশ বল পজেশন ছিল সিটির। কিন্তু গোলের দেখা মিলছিল না। অবশেষে ৭০ মিনিটে সতীর্থ ফিল ফডেনের বাড়ানো পাস ধরে অ্যাটলেটিকোর জালে বল জড়িয়ে দেন ডি’ব্রুইন। এই জয়ের সুবাদে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দিকে এক পা বাড়িয়ে রাখল ম্যান সিটি। আগামী ১৩ এপ্রিল মাদ্রিদে ফিরতি লেগের ম্যাচটা ড্র রাখতে পারলেই ডি’ব্রুইনরা শেষ চারের টিকিট হাতে পেয়ে যাবেন।

আরও পড়ুন-কার্তিক আমার কাজ সহজ করেছে: শাহবাজ

এদিকে, ম্যাচের পর অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমিয়নের অতি রক্ষণাত্মক স্ট্র্যটেজির কড়া সমালোচনা করেন গুয়ার্দিওলা ও ডি’ব্রুইন। ম্যান সিটি কোচের বক্তব্য, ‘‘আমাদের বিপক্ষ ৫-৫ ছকে খেলেছে। প্রাগৈতিহাসিক যুগ থেকে বর্তমান সময়ে কিংবা আরও কয়েক হাজার বছর পরেও এই ছক ভেদ করে গোল তুলে আনা কঠিন কাজ।’’ ডি’ব্রুইন বলেন, ‘‘এমন ম্যাচ খেলা খুব কঠিন। বিপক্ষ শুরু থেকেই দশজন মিলে রক্ষণ করে চলেছে। পাঁচজন মাঝমাঠে ও পাঁচজন ডিফেন্সে।’’

আরও পড়ুন-বিশেষ প্রস্তুতিতেই সাফল্য, দাবি কার্তিকের

এদিকে, বেনফিকার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ১৭ মিনিটেই ইব্রাহিম কোনাতের গোলে এগিয়ে গিয়েছিল লিভারপুল। ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাদিও মানে। ৪৯ মিনিটে বেনফিকার ডারউইন নুনেজ ব্যবধান কমালেও, ৮৭ মিনিটে লুইস দিয়াজের গোলে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে লিভারপুল। এই জয়ের সুবাদে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে প্রায় উঠেই গেল জুরগেন ক্লপের দল।

Latest article