নেদারল্যান্ডসের কোচের পদে ফিরছেন কোম্যান

যদিও স্পেনে কোচিং করানোর অভিজ্ঞতা মধুর হয়নি তাঁর। দলের খারাপ পারফরম্যান্সের কারণে গত বছরের অক্টোবরে কোম্যানকে ছেঁটে ফেলা হয়।

Must read

আমস্টারডাম, ৬ এপ্রিল : কাতার বিশ্বকাপের পরেই নেদারল্যান্ডস জাতীয় দলের কোচের দায়িত্ব গ্রহণ করবেন রোনাল্ড কোম্যান। বুধবার এই খবর আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ডাচ ফুটবল সংস্থা। ক্যান্সারে আক্রান্ত বর্তমান কোচ লুইস ভ্যান গাল বিশ্বকাপের পরেই দায়িত্ব ছাড়বেন। তাঁর জায়গা নেবেন কোম্যান। আরও জানা গিয়েছে, কোম্যানের সঙ্গে চুক্তির মেয়াদ ২০২৩ সালের পয়লা জানুয়ারি থেকে ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত।

আরও পড়ুন-ডি’ ব্রুইনের গোলে বাজিমাত ম্যান সিটির, সহজ জয় পেল লিভারপুলও

প্রসঙ্গত, নেদারল্যান্ডস জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কোচিং কেরিয়ার শুরু করেছিলেন ৫৯ বছরের কোম্যান। প্রাক্তন ডাচ তারকা ২০১৮ সালে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেন। তাঁর কোচিংয়ে ২০২০ সালের ইউরোর মূলপর্বে উঠেছিল দল। নেশনস কাপ ফাইনালও খেলেছিল। কিন্তু ২০২০ সালের আগস্টে নেদারল্যান্ডস জাতীয় দেলর দায়িত্ব ছেড়ে বার্সেলোনার কোচ হন কোম্যান। যদিও স্পেনে কোচিং করানোর অভিজ্ঞতা মধুর হয়নি তাঁর। দলের খারাপ পারফরম্যান্সের কারণে গত বছরের অক্টোবরে কোম্যানকে ছেঁটে ফেলা হয়।

Latest article