কমল মজুমদার জঙ্গিপুর: মুর্শিদাবাদের পিছিয়ে পড়া সুতি-১ ব্লক থেকে যাতে অনেক যুবক-যুবতী ডব্লুবিসিএস পাশ করে আমলা হতে পারেন, তার জন্য বিনামূল্যে কোচিং ক্লাস শুরু করলেন সুতি-১ ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক। শনিবার। প্রথম ক্লাসে ছিলেন ৩০ জন ছেলেমেয়ে। বিডিওর আশা, খবর ছড়িয়ে পড়লে আরও অনেক উৎসাহী ছেলেমেয়ে ক্লাসে যোগ দেবেন।
আরও পড়ুন-সিএলডব্লুতে বিস্ফোরণ, আহত ২
ছোটবেলা থেকে মেধাবী ছাত্র পলাশির বড়নলদহ গ্রামের রিয়াজুল। স্কুলে বরাবরই প্রথম হয়েছেন। বেঙ্গালুরু থেকে বায়োটেকনোলজিতে বিএসসি। ২০১৪-য় ডব্লুবিসিএস(এ) পাশ করলেও কেন্দ্রে গোয়েন্দা দফতরে চাকরি নেন। ২০১৭-য় ডব্লুবিসিএস (এক্সিকিউটিভ) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০১৮-য় আমলা হিসেবে যোগ দেন।
রিয়াজুল বলেন, ‘‘সুতি-১ মুর্শিদাবাদের পিছিয়ে পড়া ব্লক। শিক্ষার হার যথেষ্টই কম। কিছুদিন আগে ভাবলাম, এলাকার ছেলেমেয়েদেরকে আমলা তৈরির জন্য ছুটির দিনগুলোয় যদি প্রশিক্ষণ ক্লাসের ব্যবস্থা করি, কেমন হয়?’’
আরও পড়ুন-কেন্দ্রের বঞ্চনার জবাব এবার দেবেন শ্রমিকেরা
যেমন ভাবা তেমন কাজ। আজ থেকে শুরু হয়ে গেল রিয়াজুলের বিনামূল্যের কোচিং ক্লাস। এবার থেকে পঞ্চায়েত সমিতির হলঘরে শনি বা রবিবার হবে ক্লাস। রিয়াজুল বলেন, ‘‘প্রথমদিন ইংরেজি এবং অঙ্কের ক্লাস নিয়েছি। আগামী দিন ব্লকের অন্য সরকারি পদাধিকারী ও এলাকার শিক্ষাবিদরা যাতে বিনামূল্যে এসে বিষয়ভিত্তিক ক্লাস নেন, তার উদ্যোগ নেব। ব্লক অফিসের তহবিল থেকে লাইব্রেরির বই কেনা হবে। সেগুলো ছাত্রছাত্রীরা পড়তে পারবেন।’’