বাঙালির পাতে ফুটবলই, বোঝা গেল ডার্বিতে

মরশুমের প্রথম ডার্বি কেমন হল, তা নিয়ে বলার আগে মাঠ-যুবভারতীর পরিবেশ নিয়ে দু-চার কথা বলি। সত্যি বলতে কী, মন ভরে গিয়েছে।

Must read

মানস ভট্টাচার্য: মরশুমের প্রথম ডার্বি কেমন হল, তা নিয়ে বলার আগে মাঠ-যুবভারতীর পরিবেশ নিয়ে দু-চার কথা বলি। সত্যি বলতে কী, মন ভরে গিয়েছে। রবিবার কাতারে কাতারে মানুষ এসেছেন বড় ম্যাচ দেখতে। বাঙালি যে ফুটবল থেকে মুখ ফিরিয়ে নেয়নি তা আরও একবার প্রমাণ হল।
গত তিন বছরে কোভিড আমাদের জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। এমনকী ময়দান থেকে হারিয়ে গিয়েছিল আমাদের ফুটবলও। ভীষণ ভাল লাগছিল যখন দেখলাম হাজার-হাজার ফুটবলপ্রেমী যুবভারতীতে খেলা দেখতে এলেন। এঁদের কেউ মোহনবাগানি। কেউ ইস্টবেঙ্গলের সমর্থক। কিন্তু সেই রেষারেষি এখন উধাও। সবাই সবার দিকে হাত বাড়িয়ে দিলেন। পাশে থাকলেন। দেখে মনে হল কোভিড সবাইকে এক ছাতার নিচে নিয়ে এসেছে।

আরও পড়ুন-আমলা তৈরির লক্ষ্যে বিনামূল্যে কোচিং বিডিও-র

এবার খেলার কথায় আসি। আর শুরুতেই বলে দিই, খুব বড় মাপের ডার্বি হয়নি রবিবার। শুধু স্ট্র্যাটেজির দিক থেকে স্টিফেন আর ফেরান্দো পরস্পরকে টেক্কা দেওয়ার চেষ্টা করে গেলেন। ইস্টবেঙ্গল কোচ একসঙ্গে এতজন বিদেশিকে নামিয়ে দেওয়ায় আমি অবাক হয়েছি। এই প্লেয়াররা দলের সঙ্গে খুব বেশি প্র্যাকটিসের সুযোগ পায়নি। তাও স্টিফেন ওদের ডার্বি ম্যাচের স্বাদ পাইয়ে দিলেন। কোচ হিসাবে তাঁর এই ঝুঁকি নেওয়াটা আমার মন্দ লাগেনি।

আরও পড়ুন-সিএলডব্লুতে বিস্ফোরণ, আহত ২

মোহনবাগান রানিং আর পাসিং ফুটবলে বিপক্ষকে টেক্কা দিয়েছে। ফেরান্দোর দল মাঝমাঠের দখল নিজেদের কাছে রেখেছিল। তাদের খেলায় একটা বাঁধন ছিল। সবুজ-মেরুনের গোলসংখ্যা বাড়েনি সেটা অন্য কথা। কিন্তু ম্যাচে তাদেরই দাপট ছিল বেশি। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে গিয়েছে মোহনবাগান। এর ফলে লাল-হলুদের উপর তারা চাপ সৃষ্টি করতে পেরেছিল।
একটা কথা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন। কেমন দেখলেন পোগবাকে? পল পোগবার ভাই। ভাল নিশ্চয়ই হবে? আমি বলছি, ভালই তো। ভলিতে একটা গোলও পেয়ে যেতে পারত পোগবা। তবে নতুন এসেছে। এখানকার মাঠ-পরিবেশের সঙ্গে আর একটু সড়গড় হোক। আমি বলছি পোগবা কিন্তু লম্বা রেসের ঘোড়া। কেবল ওকে একটু সময় দিতে হবে। ভাল লাগল আশিক কুরিয়ান আর জনি কাউকোকেও। দু’জনেই খুব ভাল খেলল। উইং থেকে অনেকবার গোলের বল তৈরি করেছে কুরিয়ান। কাট করে বক্সেও চলে এসেছে। একটা গোলও ওর হতেই পারত।

Latest article