ক্ষমা চাইলেন

সুপ্রিয়ার বিরুদ্ধে আপত্তিকর ও নারীবিদ্বেষী মন্তব্য করার কারণে এই প্রবীণ বিজেপি নেতাকে নোটিশ পাঠিয়েছিল মহারাষ্ট্রের মহিলা কমিশন।

Must read

প্রতিবেদন : গত সপ্তাহে এনসিপি নেত্রী তথা সাংসদ সুপ্রিয়া সুলের বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য করেছিলেন মহারাষ্ট্রের বিজেপি নেতা চন্দ্রকান্ত পাতিল। আপত্তিকর ও নারীবিদ্বেষী মন্তব্যের কারণে দেশ জুড়ে তীব্র সমালোচিত হন এই বিজেপি নেতা। ঘটনার জেরে শেষ পর্যন্ত এনসিপি নেত্রীর কাছে ক্ষমা চাইলেন চন্দ্রকান্ত। সুপ্রিয়ার বিরুদ্ধে আপত্তিকর ও নারীবিদ্বেষী মন্তব্য করার কারণে এই প্রবীণ বিজেপি নেতাকে নোটিশ পাঠিয়েছিল মহারাষ্ট্রের মহিলা কমিশন।

আরও পড়ুন-বিজেপিকে বার্তা নীতীশের

কমিশনের নোটিশের জবাবেই ক্ষমা চেয়ে নিয়েছেন গেরুয়া নেতা। চন্দ্রকান্ত নোটিশের জবাবে জানিয়েছেন, ওবিসিদের জন্য সংরক্ষণ চালু না হওয়ায় তিনি হতাশ হয়ে পড়েছিলেন। সেই হতাশা থেকেই তিনি ওই মন্তব্য করেছেন। গত সপ্তাহে একটি জনসভায় চন্দ্রকান্ত সুপ্রিয়াকে বলেছিলেন, আপনি কেন রাজনীতির ময়দানে আছেন সেটা বুঝি না। আপনার উচিত বাড়িতে বসে রান্না করা।

Latest article