বিজেপিকে বার্তা নীতীশের

এক সময়ে নীতীশ কুমারের পরেই জেডিইউতে যাঁর স্থান ছিল, সেই ব্যক্তিকেই রাজ্যসভায় তৃতীয় মেয়াদে প্রার্থী করা হল না।

Must read

নয়াদিল্লি : দূরত্ব লুকিয়ে রাখা যাচ্ছে না। বিহারের মুখ্যমন্ত্রী এবং জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার এবার বিজেপি সম্পর্কে ক্ষোভ বুঝিয়ে দিতে নিজের দলের কেন্দ্রীয় মন্ত্রীর পদে থাকা রামচন্দ্রপ্রসাদ সিংকে শাস্তি দিলেন! এমনই মত রাজনৈতিক মহলের।
রাজ্যসভার প্রার্থী মনোনয়নের মাধ্যমে নীতীশ বার্তা দিলেন, তিনি আর কথায় কথায় বিজেপির সুরে সুর মেলাবেন না। এক সময়ে নীতীশ কুমারের পরেই জেডিইউতে যাঁর স্থান ছিল, সেই ব্যক্তিকেই রাজ্যসভায় তৃতীয় মেয়াদে প্রার্থী করা হল না। এই পদক্ষেপের মাধ্যমে বিহারের মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন যে আপাতত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় তাঁর জনতা দল ইউনাইটেড (জেডিইউ) থেকে কেউ থাকবে না।

আরও পড়ুন-গৃহযুদ্ধ কংগ্রেসে, রাজ্যসভার প্রার্থীতালিকা প্রকাশের পর ক্ষোভ বাড়ছে

একইসঙ্গে ইঙ্গিত, নীতীশ কুমার বিজেপির আচরণে বিরক্ত। আরসিপি সিং কেন্দ্রীয় সরকারে একমাত্র জেডিইউ মন্ত্রী। তিনি স্পষ্টতই বিজেপির সঙ্গে তাঁর নৈকট্যের জন্য নীতীশের বিরাগভাজন হয়েছেন। জুন মাসে তাঁর রাজ্যসভার মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে পদত্যাগ করতে হতে পারে। কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবেন কিনা জানতে চাইলে, সোমবার তাৎপর্যপূর্ণভাবে আরসিপি সিং বলেছেন, এটা প্রধানমন্ত্রীর এক্তিয়ারভুক্ত। আমি তাঁর সঙ্গে দেখা করব।

Latest article