গৃহযুদ্ধ কংগ্রেসে, রাজ্যসভার প্রার্থীতালিকা প্রকাশের পর ক্ষোভ বাড়ছে

তাঁর বক্তব্যেই স্পষ্ট, রাজ্যসভায় প্রার্থী হওয়ার আশা করলেও তা না পাওয়ায় তিনি ক্ষুণ্ণ৷ লিখেছেন, আমার তপস্যায় হয়তো কোনও খামতি ছিল৷

Must read

নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : রাজ্যসভার প্রার্থীদের নাম ঘোষণা হতেই গৃহযুদ্ধ ২৪ নম্বর আকবর রোডে৷ তীব্র ক্ষোভ কংগ্রেসের অন্দরমহলে৷ সামাজিক মাধ্যমকে হাতিয়ার করে নিজেদের চাপা ক্ষোভ উগরে দিয়েছেন একাধিক নেতা৷ ঘনিষ্ঠমহলে ক্ষোভ প্রকাশ করেছেন আরও অনেকে৷ দলের জাতীয় মুখপাত্র ও কংগ্রেসের হয়ে ধারাবাহিকভাবে গলা ফাটানো পবন খেরা এবার রাজ্যসভার টিকিট প্রত্যাশী ছিলেন৷ তা না পেয়ে হিন্দি ট্যুইটে ক্ষোভের প্রকাশ ঘটিয়েছেন তিনি৷

আরও পড়ুন-সিভিল সার্ভিস পরীক্ষা মেয়েদের জয়জয়কার

তাঁর বক্তব্যেই স্পষ্ট, রাজ্যসভায় প্রার্থী হওয়ার আশা করলেও তা না পাওয়ায় তিনি ক্ষুণ্ণ৷ লিখেছেন, আমার তপস্যায় হয়তো কোনও খামতি ছিল৷ তাই টিকিট পাইনি৷ একইভাবে প্রার্থী না হওয়ায় সোজাসাপটা ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী তথা কংগ্রেস নেত্রী নাগমা৷ বলেছেন, ১৮ বছরের তপস্যা ব্যর্থ হল৷ সোনিয়া গান্ধী ব্যক্তিগতভাবে তাঁকে প্রতিশ্রুতি দিলেও তা না রাখায় ক্ষুব্ধ নাগমা লিখেছেন, আমি কি প্রার্থী হওয়ার যোগ্য ছিলাম না? মহারাষ্ট্র থেকে রাজ্যসভায় কংগ্রেসে শিকে ছিঁড়েছে ইমরান প্রতাপ​গড়ীর৷ জানা যাচ্ছে, প্রিয়াঙ্কা বঢরার সুপারিশেই তাঁর প্রাপ্তিযোগ৷ মহারাষ্ট্র কংগ্রেসের বহু নেতাই নবাগত ইমরানকে প্রার্থী করায় ক্ষুব্ধ৷ অন্যদিকে রাজস্থান থেকে কংগ্রেসের রাজ্যসভা টিকিট যাঁরা পেয়েছেন তাঁরা সকলেই অন্য রাজ্যের৷ রণদীপ সিং সুরজেওয়ালা, মুকুল ওয়াসনিক ও প্রমোদ তিওয়ারিকে প্রার্থী করেছে কংগ্রেস৷ এই সিদ্ধান্তে ক্ষুব্ধ দলের ভূমিপুত্ররা৷ রাজস্থান কংগ্রেসের সিরোহির বিধায়ক সন্যাম লোধার প্রশ্ন, গোটা রাজ্যের কেউই কি উপযুক্ত ছিলেন না?

Latest article