সিভিল সার্ভিস পরীক্ষা মেয়েদের জয়জয়কার

চতুর্থ স্থানে রয়েছেন ঐশ্বর্য ভার্মা৷ ইউপিএসসি–র শীর্ষ চারটি স্থান দখল করে নয়া রেকর্ড গড়লেন এই মহিলা পরীক্ষার্থীরা৷

Must read

নয়াদিল্লি : দেশের প্রশাসক হিসেবে চাকরির প্রতিযোগিতায় নজরকাড়া সাফল্য মেয়েদের৷ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) সিভিল সার্ভিসেস পরীক্ষার ২০২১-এর চূড়ান্ত ফলাফলে শীর্ষ চারটি স্থানই মেয়েদের দখলে। পরীক্ষায় প্রথম স্থানাধিকারী শ্রুতি শর্মা, দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে অঙ্কিতা আগরওয়াল এবং গামিনী সিংলা৷ চতুর্থ স্থানে রয়েছেন ঐশ্বর্য ভার্মা৷ ইউপিএসসি–র শীর্ষ চারটি স্থান দখল করে নয়া রেকর্ড গড়লেন এই মহিলা পরীক্ষার্থীরা৷

আরও পড়ুন-সিধু খুনে বহু প্রশ্ন, ধৃত ১ সন্দেহভাজন

প্রথম স্থানাধিকারী শ্রুতি ছিলেন দিল্লির সেন্ট স্টিফেনস কলেজ এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী৷ ​তিনি জামিয়া মিলিয়া ইসলামিয়া আবাসিক কোচিং অ্যাকাডেমিতে ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন। এবারের সফল ৬৮৫ জন প্রার্থীর মধ্যে ২৪৪ জন সাধারণ বিভাগের, ৭৩ জন অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণিভুক্ত, ২০৩ জন অন্যান্য অনগ্রসর শ্রেণির, ১০৫ জন তফসিলি জাতি এবং ৬০ জন তফসিলি উপজাতি থেকে উত্তীর্ণ হয়েছেন।

Latest article