প্রতিবেদন : শুরু রমজান, শুভেচ্ছা বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আজ রবিবার থেকে শুরু হল মাহে রমজান৷ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে শনিবার। বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে ‘মসজিদে নাখোদা মারকাজি রুয়াত-ই-হিলাল কমিটি।’ একই কথা জানিয়েছে দিল্লির ‘ইমারতে শরীয়াহ-এ-হিন্দ’৷ ফলে রবিবার শুরু হচ্ছে প্রথম রোজা। রমজান মাস আল্লাহ্র সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলিমরা। হিজরি চন্দ্রবর্ষের নবম মাসের আরবি নাম রমাদান। যা ফারসি, উর্দু, হিন্দি ও বাংলা ভাষায় উচ্চারণে এটি হয় রমজান। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী পবিত্র নবম মাসের শুরুতে আকাশে ক্ষীণ চাঁদের দেখা পাওয়া গেলে সেদিন থেকে শুরু হয়ে যায় রমজান মাস৷ পবিত্র এই আরবি ক্যালেন্ডার মাসজুড়ে মুসলিম ধর্মাবলম্বী মানুষ সিয়াম বা রোজা পালন থাকেন৷ এইসময় প্রতিদিন ভোরে সেহরি খাওয়া এবং দিনের শেষে ইফতারের মাধ্যমে রোজা ভাঙা হয়৷ রমজান উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানিয়েছেন৷ ট্যুইট বার্তায় লিখেছেন, ‘শুরু হল রমজান মাস৷ সকলকে রমজানের অভিবাদন ও শুভেচ্ছা৷ আল্লাহ্র আশীর্বাদে আপনারা শক্তি ও দৃঢ়তার সঙ্গে মাসটি পালন করুন৷’