স্বৈরতন্ত্রের প্রতীক হল মোদি, বললেন শত্রুঘ্ন

Must read

সংবাদদাতা, আসানসোল : ভারতের অন্যতম ভ্রাতৃত্বের শহর আসানসোল। এ শহর যে কোনও ভাষাভাষী, ধর্মের মানুষকে আন্তরিকভাবে কাছে টেনে নেয়। আসানসোল ক্লাবে তৃণমূল লিগ্যাল সেল ও বার অ্যাসোসিয়েশনের একটি নির্বাচনী সভায় এভাবেই শহর সম্পর্কে তাঁর উপলব্ধির কথা জানান উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। আইনজীবীদের এই সভায় শত্রুঘ্ন স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ‘দোস্তানা’ ও ‘বিশ্বনাথ’ ছবিতে তিনি আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছিলেন। আইনজীবীরাও সমাজের এক ধরনের দর্পণ। তাঁদের কথা শুনেই মানুষ দেশের সঠিক রাজনৈতিক ও গণতান্ত্রিক চেহারাটা দেখতে পান। শত্রুঘ্ন বলেন, প্রায় ২৮ বছর তিনি বিজেপিতে ছিলেন। প্রায় তিন দশক এই দলে থেকে তিনি উপলব্ধি করেছেন, প্রয়াত অটলবিহারী বাজপেয়ী ছিলেন গণতন্ত্রের প্রতীক। নরেন্দ্র মোদি হলেন স্বৈরতন্ত্রের প্রতীক। এই প্রসঙ্গেই তাঁর সংযোজন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হলেন দেশের মানবতাবাদী জনপ্রিয়তম নেত্রী। বাংলার প্রতি তাঁর ভালবাসা ও একাত্মতার কথা বলতে গিয়ে প্রবীণ এই বলিউড অভিনেতা বলেন, বাংলা ভাষা, রবীন্দ্রনাথের গান, কবিতা, সংস্কৃতি, সাহিত্য যেমন তিনি অত্যন্ত ভালবাসেন। সেই সঙ্গে তাঁর অন্যতম পছন্দের তালিকায় রয়েছে মুড়িঘণ্ট ও ইলিশ মাছের বিভিন্ন পদ। তিনি আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের খনি- শিল্পগুলির ভবিষ্যৎ নিয়ে তাঁর (Shatrughan Sinha) উদ্বেগের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘কালা পাত্থর’ ছবিতে তিনি বেসরকারি খনি মালিকদের অত্যাচারের বিরুদ্ধে একটি প্রতিবাদী চরিত্রে অভিনয় করেছিলেন। আবারও নরেন্দ্র মোদিদের সৌজন্যে সমস্ত রাষ্ট্রায়ত্ত খনি বেসরকারি মালিকদের হাতে যেতে বসেছে। আবারও খনি শ্রমিকদের জীবনে ঘনিয়ে আসতে চলেছে দুর্বিষহ শোষণ ও যন্ত্রণার বারোমাস্যা।

Latest article