সংবাদদাতা, বহরমপুর : বহরমপুরে (Beharampore Case) তরুণী খুনের মাত্র সাড়ে তিন ঘণ্টার মধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্ত সুশান্ত চৌধুরিকে সোমবার বহরমপুর আদালতে তোলা হলে তার দশদিনের পুলিশি হেফাজত হয়েছে। শহরের আনাচে-কানাচে গজিয়ে ওঠা মেসবাড়িগুলিতে স্পেশাল ড্রাইভ নিতে চলেছে বহরমপুর পুলিশ। পুরসভার প্রতিটি ওয়ার্ডে কতগুলি মেসবাড়ি রয়েছে, সে তথ্য জানতে চাওয়া হয়েছে পুরসভার কাছে। সোমবার রাতে বহরমপুর (Beharampore Case) এস এস সেন রোডে একটি মেসবাড়িতে তৃতীয়বর্ষের ছাত্রী সুতপা চৌধুরিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে মালদহের সুশান্ত চৌধুরি। ওই রাতেই সামশেরগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। জেলা পুলিশ সুপার শবরী রাজকুমার বলেন, ধৃতের কাছ থেকে নকল আগ্নেয়াস্ত্র এবং একটি চাকু উদ্ধার করা হয়েছে। পাওয়া গিয়েছে তার মোবাইলসহ রক্তমাখা জামাকাপড়। প্রণয়ঘটিত কারণেই খুন বলে মনে করা হচ্ছে। তরুণীর বাবা স্বাধীনকুমার চৌধুরি জানান, সুশান্তকে তিনি চেনেন। তাঁদের বাড়ির সামনেই ওর পিসির বাড়ি। সেই সূত্রেই সুতপার সঙ্গে পরিচয়। ওদের প্রণয়ঘটিত সমস্যা নিয়ে মাসকয়েক আগে কাউন্সিলর মধ্যস্থতা করেন। চার মাস আগে বহরমপুরে পড়াশোনার জন্য একটি মেসবাড়িতে রাখা হয় সুতপাকে। ঘটনার দিন দুপুরে ভিডিও কলিংয়ে কথা হয়েছিল মেয়ের সঙ্গে। খুনের ঘটনার ভিডিও ভাইরাল হতে শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ওই মেসবাড়ির অন্যান্য ছাত্রীরা আতঙ্কে মঙ্গলবারই ঘর ছেড়েছেন।
আরও পড়ুন: বার্টির সঙ্গে জুটি বেঁধে গল্ফে এবি