ফের গোল রোনাল্ডোর, জয়ে ফিরল ম্যান ইউ

Must read

ম্যাঞ্চেস্টার: তিন ম্যাচ পর প্রিমিয়ার লিগে জয়ের মুখ দেখল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। সোমবার রাতে ঘরের মাঠে ব্রেন্টফোর্ডকে ৩-০ গোলে হারিয়েছে তারা। পেনাল্টি থেকে একটি গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। বাকি দু’টি গোল করেন ব্রুনো ফার্নান্ডেজ এবং রাফায়েল ভারানে।

ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে ৯ মিনিটেই ফার্নান্ডেজের গোলে এগিয়ে গিয়েছিল ম্যান ইউ। ৬১ মিনিটে পেনাল্টি থেকে রোনাল্ডোর করা গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ম্যান ইউ। এই পেনাল্টি আদায় করেছিলেন রোনাল্ডো (Cristiano Ronaldo) নিজেই। ৭২ মিনিটে ম্যান ইউয়ের তৃতীয় গোলটি করেন ফরাসি ডিফেন্ডার ভারানে।

আরও পড়ুন: ছেলেরা চারিত্রিক দৃঢ়তার প্রমাণ দিয়েছে: ম্যাকালাম

প্রিমিয়ার লিগে ১৮টি গোল হয়ে গেল রোনাল্ডোর। সব টুর্নামেন্ট মিলিয়ে ম্যান ইউয়ের (Manchester United) জার্সিতে চলতি মরশুমে ৩৭ ম্যাচে ২৪টি গোল করেছেন তিনি। ব্রিটিশ মিডিয়ার খবর, নতুন কোচ এরিক টেন হ্যাগের তালিকায় রোনাল্ডোর নাম নেই। যদিও এদিন মাঠ ছাড়ার সময় টিভি ক্যামেরায় রোনাল্ডোর বার্তা, ‘‘আমি এখনও শেষ হয়ে যাইনি।’’ সিআর সেভেন ঠিক কি ইঙ্গিত দিলেন, তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। তবে ম্যাচের পর ম্যান ইউয়ের বিদায়ী কোচ র্যা লফ রাংনিক প্রশংসায় ভরিয়ে দিয়েছেন রোনাল্ডোকে। তিনি বলেন, ‘‘ক্রিশ্চিয়ানো শুধু গোলই করেনি, রক্ষণেও সাহায্য করেছে। এই পারফরম্যান্সের পর, ওকে বাদ কেন দেওয়া হবে? তবে এই প্রশ্নের সঠিক জবাব দিতে পারবেন একমাত্র নতুন কোচ।’’

Latest article