ছেলেরা চারিত্রিক দৃঢ়তার প্রমাণ দিয়েছে: ম্যাকালাম

Must read

মুম্বই : টানা পাঁচ ম্যাচ হার সত্ত্বেও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তাতে মুগ্ধ ব্রেন্ডন ম্যাকালাম (Brendon McCullum)। কেকেআর কোচের বক্তব্য, ‘‘পরপর হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর জন্য ইষ্পাতকঠিন মানসিকতা এবং চারিত্রিক দৃঢ়তার প্রয়োজন। সেটা যে এই দলে রয়েছে, তার প্রমাণ মাঠে নেমে ছেলেরা দিয়েছে। সব মিলিয়ে অসাধারণ পারফরম্যান্স। আমি খুব খুশি। আশা করি, এই দল আরও অনেক দূর এগোবে।’’

একই সঙ্গে ম্যাচের নায়ক রিঙ্কু সিংয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ম্যাকালাম (Brendon McCullum)। তিনি বলেন, ‘‘রিঙ্কুর উত্থান অনেকটা গল্পের মতো। দীর্ঘদিন ধরে ও টিমে রয়েছে। এই ম্যাচে ও নিজের জাত চিনিয়েছে। ওকে দেখে মনে হচ্ছিল, নিজের আত্মমর্যাদার জন্য লড়ছে। সমালোচকদের একটা বার্তা দিয়ে চেয়েছিল।’’ ম্যাকালামের বাড়তি সংযোজন, ‘‘রিঙ্কু দুর্দান্ত টিমম্যান। সুযোগ না পেলেও, ওর মুখ কখনও ভার হয় না। আমি নিশ্চিত আগামী দিনে ও এমন আরও অনেক গর্বের মুহূর্ত উপহার দেবে।’’

আরও পড়ুন: সিটিকে টপকে ফাইনালে উঠতে মরিয়া বেঞ্জেমারা

এদিকে, রাজস্থান ম্যাচ জিতলেও, কেকেআরের ঘন ঘন টিম পরিবর্তন নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞরা মনে করছেন, দল নিয়ে এত পরীক্ষা-নিরীক্ষা না করলে, এবারের আইপিএলে আরও ভাল জায়গায় থাকতেন নাইটরা। এই প্রসঙ্গে ম্যাকালামের ব্যাখ্যা, ‘‘এই ম্যাচের উইকেটের চরিত্র দেখার পর অনূকুল রায়কে দলে নেওয়া হয়েছিল। কারণ আমরা পাঁচ বোলারে খেলতে চেয়েছিলাম। এটা সত্যি কথা যে, ঘন ঘন পরিবর্তন পারফরম্যান্সে প্রভাব ফেলে। কিন্তু দলের স্বার্থে পরিস্থিতি অনুযায়ী কিছু সিদ্ধান্ত নিতেই হয়।’’
কেকেআর কোচের বক্তব্য, ‘‘আমাদের কিছু প্লেয়ার দেরিতে দলে যোগ দিয়েছিল। আবার কয়েকজনের চোট ছিল। কয়েকজন আবার ফর্ম এবং আত্মবিশ্বাস দুটোই হারিয়েছিল। দলে ঘন ঘন পরিবর্তনের পিছনে এই কারণগুলোও রয়েছে।’’

Latest article