সিটিকে টপকে ফাইনালে উঠতে মরিয়া বেঞ্জেমারা

Must read

মাদ্রিদ : বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি ম্যাঞ্চেস্টার সিটি। প্রথম লেগের ম্যাচটা ঘরের মাঠে ৪-৩ গোলে জিতেছিল ম্যান সিটি। তাই এই ম্যাচটা ড্র করলেই ফাইনালে উঠে যাবে পেপ গুয়ার্দিওলার দল। অন্যদিকে, হোম গ্রাউন্ড স্যান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ। তাই বাড়তি তেতে রয়েছেন করিম বেঞ্জেমারা (Karim Benzema)। প্রথম লেগে হারের পরেই বেঞ্জেমা আগাম হুঙ্কার দিয়ে রেখেছেন, ‘‘শেষ পর্যন্ত ফাইনাল খেলবে রিয়াল-ই।’’ তবে তার জন্য বেঞ্জেমাদের এই ম্যাচটা অন্তত দু’গোলের ব্যবধানে জিততেই হবে। সব মিলিয়ে একটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকতে চলেছেন ফুটবলপ্রেমীরা।

আরও পড়ুন: ৫০ নট আউট, আগেই হাতে লিখেছিলেন রিঙ্কু

সদ্য লা লিগা চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল। কার্লো আনচেলোত্তির দল এবার চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জেতার জন্য মরিয়া। চলতি মরশুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন বেঞ্জেমা ও ভিনিসিয়াস জুনিয়র। এবারের চ্যাম্পিয়ন্স লিগে মোট ১৪টি গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে সবার থেকে এগিয়ে রয়েছেন বেঞ্জেমা (Karim Benzema)। রিয়ালের ফরাসি তারকা বুধবারের ম্যাচেও গোল করার জন্য মুখিয়ে রয়েছে।

এদিকে, অ্যাওয়ে ম্যাচেও ইতিবাচক ফুটবল খেলার বার্তা দিচ্ছেন গুয়ার্দিওলা। ম্যান সিটি কোচের সাফ কথা, ‘‘আত্মতুষ্টির কোনও প্রশ্ন নেই। ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ ভয়ঙ্কর প্রতিপক্ষ। আমাদের সামনে তাই খুব কঠিন একটা ম্যাচ অপেক্ষা করছে। তবে আমরা জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামবো। ড্র নয়, ম্যাচটা জিতেই ফাইনাল খেলতে চাই।’’
ম্যান সিটির কোচ হিসেবে এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিটা অধরা রয়ে গিয়েছে গুয়ার্দিওলার। গত বছর ফাইনালে উঠেও চেলসির কাছে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল সিটিকে। সেই আক্ষেপ এবার ভুলতে চাইছেন গুয়ার্দিওলা।

Latest article