কমল মজুমদার, জঙ্গিপুর : পেলে, মারাদোনা বা রোনাল্ডোর উত্থানের অনেক গল্প শোনা যায়। হয়তো একদিন আমাদের পড়তে হবে খুদে ফুটবলার শাকিল আনসারির কথা। যদি ওর পাশে কেউ দাঁড়ায়, দারিদ্রের বাধা কাটে। শাকিল অষ্টম শ্রেণির ছাত্র। সামশেরগঞ্জের মাঠপাড়ায় চায়ের দোকানের পাশ দিয়ে যেতে গেলে আপনাকে থমকে দাঁড়াতেই হবে ছেলেটির ফুটবল প্রতিভা দেখে। মেধা থাকলেও আর্থিক অনটনের জন্য চায়ের দোকান চালাতে হয়। দোকানে বসলেও মন পড়ে থাকে স্বপ্নের ফুটবল দুনিয়ায়।
আরও পড়ুন-নিয়ম বদল আইপিএলে
সামশেরগঞ্জের কাঞ্চনতলা জেডিজে ইনস্টিটিউশনের অষ্টম শ্রেণির ছাত্র শাকিলের অসামান্য ফুটবল প্রতিভায় মুগ্ধ সকলে। ওর খেলার ভিডিও দেখে বিস্ময় ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও। হুমায়ুন মমিন জানান, ‘‘শাকিল আমার খুড়তুতো ভাই। বকেঝকেও ওকে ঠেকিয়ে রাখা যায় না। দোকান ছেড়ে চলে যায় খেলতে। অদ্ভুত নেশা। খেলেও খুব সুন্দর। দেখেছি, কীভাবে নিপুণ কৌশলে বল কাটিয়ে নিয়ে যায় গোলে।’’ শাকিল জানায়, ‘‘পড়াশোনা, চায়ের দোকান, ফুটবল সবটাই চালাচ্ছি। আট বছর থেকে খেলছি। নিজে নিজেই শিখেছি। স্থানীয় গ্রামের একজন কোচ কিছুটা শেখাচ্ছিলেন। ইচ্ছে বড় খেলোয়াড় হই। কিন্তু চায়ের দোকান তো আর বন্ধ রাখতে পারি না!’’ রোনাল্ডোর বাবা পুরসভার সামান্য মালি ছিলেন। অভাব ডিঙিয়ে শাকিল কতদূর যেতে পারে সেটাই দেখার।