প্রতিবেদন : ভ্লাদিমির পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন। তারপরেই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেকজান্ডার লুকাশেঙ্কো (Vladimir Putin- Alexander Lukashenko)। তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে। জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। ইতিমধ্যেই তাঁর শরীরে রক্ত বদলানো হয়েছে। তাঁর শারীরিক অবস্থা এতটাই খারাপ যে, চিকিৎসার জন্য তাঁকে নিজের দেশে নিয়ে যাওয়াও সম্ভব নয়। কারণ বিমানযাত্রার ধকল তিনি নিতে পারবেন না। লুকাশেঙ্কোর ঠিক কী হয়েছে, তা নিয়ে মুখ খোলেনি বেলারুশ প্রশাসন। তবে লুকাশেঙ্কোর (Vladimir Putin- Alexander Lukashenko) অসুস্থতার খবর প্রকাশ করেছেন তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ভ্যালেরি চেপকালো। ভ্যালেরি জানিয়েছেন, বেলারুশ প্রেসিডেন্ট এখন মস্কোর সেন্ট্রাল ক্লিনিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন। মস্কোয় রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পরেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে।