তিন গুন ভোটে জিতে সবক শেখাতে হবে এই বিজেপিকে

Must read

প্রতিবেদন : শুধু বড় সভা নয়, গ্রামে বুথ স্তরে ছোট ছোট বৈঠক করে মানুষকে বোঝান কেন্দ্রের বিজেপি সরকার কীভাবে বাংলার টাকা আটকে রেখেছে গায়ের জোরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই পরিস্থিতিতেও কীভাবে উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে! প্রায় ৮০টি সরকারি পরিষেবা বাংলার (West Bengal) মানুষকে দিচ্ছে তা মানুষের কাছে তুলে ধরতে হবে। সোমবার সবংয়ের অধিবেশন থেকে দলকে নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একইসঙ্গে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস যেখানে যত ব্যবধানে জিতে আছে তার তিনগুন বেশি ব্যবধানে জেতাতে হবে। তবেই কেন্দ্রের টনক নড়বে। দিলীপ ঘোষকে ২ লক্ষ ভোটে হারাতে হবে তবেই বিজেপি সরকার বাংলার টাকা ছাড়বে। গত পাঁচ বছরে দিলীপ ঘোষ (Dilip Ghosh) মেদিনীপুরের স্বার্থে কী করেছেন? কেন্দ্রের মন্ত্রীকে এনে বাংলার জন্য কিছু করেছেন এরকম একটাও উদাহরণ নেই। আগামী দিনে এই জেলায় ১৫-তে ১৫ করতে হবে। অভিষেক (Abhishek Banerjee) বলেন, এখনও পর্যন্ত যা খবর আমার কাছে এসেছে এই জেলা থেকে ১ লক্ষ ৭২ হাজার চিঠি এসেছে। এটাকে ১০ লক্ষ করুন। ১ কোটি চিঠি নিয়ে আমি দিল্লি যাব বাংলার অধিকার ছিনিয়ে আনতে।

আরও পড়ুন- কনভয়ে হামলার ছক ছিল বিরোধী দলনেতার

Latest article