কনভয়ে হামলার ছক ছিল বিরোধী দলনেতার

নেতাজির জন্মস্থান জানেই না গদ্দার!

Must read

প্রতিবেদন : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার কুর্মি নেতা রাজেশ মাহাত। গ্রেফতারের পরেই রাজেশের পাশে দাঁড়ান বিজেপির গদ্দার নেতা। এতেই প্রমাণিত চক্রান্তের পিছনে কারা রয়েছেন। এই অভিযোগে রবিবার থেকেই সরব তৃণমূল কংগ্রেস। সোমবার সাংবাদিক বৈঠকে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) ও দলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) এই অভিযোগ তুলে বিরোধী দলনেতাকে ধিক্কার জানিয়ে তীব্র আক্রমণ করেন। একই সঙ্গে প্রকাশ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান নিয়ে ভুল তথ্য দেওয়ায় ২৪ ঘণ্টার মধ্যে তাঁর ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছে তৃণমূল। এ ছাড়া বাংলাদেশ থেকে বাংলার আসা মানুষদের নিয়ে লোডশেডিং বিরোধী নেতার বক্তব্যের তীব্র প্রতিবাদও করেছেন তাঁরা। সোমবার চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, আমরা এই হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা কুর্মি-সহ সমস্ত শ্রেণির মানুষের পাশে আছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নবজোয়ারে যেভাবে হামলা হয়েছে আমরা তীব্র নিন্দা করছি। ‘জয় শ্রীরাম’ স্লোগান তুলে যেভাবে কনভয়ের উপর মদের বোতল ছোঁড়া হয়েছে, তার প্রতিবাদ জানাচ্ছি। তাঁরা বলেন, পুরোটাই একটা পরিকল্পিত চক্রান্ত। তৃণমূলের নবজোয়ার কর্মসূচিকে বাধা দিতে বিজেপি এই চক্রান্ত করেছে। গোটাটাই বিরোধী দলনেতার ব্রেনচাইল্ড। এ ছাড়াও নেতাজির জন্মস্থান নিয়ে রবিবার সোনারপুরে ভুল তথ্য দেওয়ার জন্য ২৪ ঘণ্টার মধ্যে বিরোধী দলনেতার ক্ষমা চাওয়ার দাবি তুলেছে তৃণমূল। তাঁরা বলেন, এর আগে বিজেপির এক নেতা শান্তিনিকেতনকে রবীন্দ্রনাথের জন্মস্থান, সহজপাঠ, বর্ণপরিচয়ের রচয়িতার নাম গুলিয়ে ফেলেছিলেন। এবার নেতাজির জন্মস্থানও ভুলে গেলেন তাঁরা। কুণাল বলেন, একজন বাঙালি হিসেবে এ লজ্জা রাখব কোথায়? কুণাল (Kunal Ghosh) আরও বলেন, বিরোধী দলনেতা বলছেন, হিন্দু হোক বা মুসলমান, বাংলাদেশ থেকে যাঁরা আসবেন তাঁদের ফেরত পাঠানো হবে। তাঁর এই কথার তীব্র প্রতিবাদ করে তৃণমূল নেতৃত্ব বলেন, হিন্দু, মুসলমান পরের কথা। আমরা এনআরসি, সিএএ-র ভাবনা-চিন্তা সমর্থন করি না। বিজেপি নেতাদের কাছে আমরা জানতে চাই এই লাইন আপনাদের পার্টি সমর্থন করে কিনা? এনআরসি, সিএএ নিয়ে তো আপনারা অন্য কথা বলেন। যাঁরা বাংলায় এসেছেন তাঁদের পাশে বাংলা আছে, এটাই আমাদের নীতি। কিন্তু আপনারা এখন বিরোধী নেতার কথা ঠিক না ভুল তার ব্যাখ্যা দিন।

আরও পড়ুন- বাম-কংগ্রেস জোটকে প্রত্যাখান মানুষের, সংগ্রামপুরের সভায় শশী পাঁজা

Latest article